Mumbai: বহুতলে ভয়াবহ আগুনে আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন, মৃত ১

দক্ষিণ মুম্বাইয়ের এক বহুতলে ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়িয়েছে। ৬১ তলা ওই বহুতলের ১৯ তলায় ভয়াবহ আগুন লেগেছে। জানা গেছে কুরি রোডের অভিজ্ঞা পার্ক বিল্ডিং-এ এই আগুন লেগেছে। ঘন ধোঁয়ায় ঢেকে গেছে আশপাশের অঞ্চল।
মুম্বাইতে বহুতলে আগুন
মুম্বাইতে বহুতলে আগুন ছবি ঘটনার ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

দক্ষিণ মুম্বাইয়ের এক বহুতলে ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়িয়েছে। ৬১ তলা ওই বহুতলের ১৯ তলায় ভয়াবহ আগুন লেগেছে। জানা গেছে কুরি রোডের অভিজ্ঞা পার্ক বিল্ডিং-এ এই আগুন লেগেছে। ঘন ধোঁয়ায় ঢেকে গেছে আশপাশের অঞ্চল।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ১৫টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছেন মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর। এই মুহূর্তে দমকল বাহিনী আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুন থেকে বাঁচতে ১৯ তলা থেকে ঝাঁপ দেওয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রশাসনিক সূত্র অনুসারে ওই বহুতলের বহু আবাসিক বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। যাদের মধ্যে বড়ো সংখ্যায় বৃদ্ধ ও শিশুরা আছে।

এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। যদিও অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই কোনোভাবে এই আগুন লেগেছে। ওই বহুতলের বাসিন্দারা জানিয়েছেন বহুতলটিতে যথাযথভাবে অগ্নিরোধক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in