Mumbai: বৃষ্টি বিধ্বস্ত শহরে দেওয়াল ধসে মৃত ২৪, জলের তলায় রাস্তা, রেললাইন

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ১১টি বাড়ির দেওয়াল ও ভূমিধসের খবর পাওয়া গেছে। ১৩টি শর্টসার্কিট এবং ৯ জায়গায় গাছ পড়ে যাওয়ার খবর এসেছে বৃহন্মুম্বই পুরসভার কাছে।
লাগাতার বৃষ্টিতে মুম্বাইতে ধস, চলছে উদ্ধারকাজ
লাগাতার বৃষ্টিতে মুম্বাইতে ধস, চলছে উদ্ধারকাজছবি বৃষকেতুর ট্যুইটার ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত মুম্বাই। বৃষ্টির কারণে বাড়ির দেওয়াল ধসে এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে সেখানে। আহত হয়েছেন আরো বহু মানুষ।

চেম্বুরের নিউ ভরত নগর এলাকায় রাতভর বৃষ্টির জেরে একটি প্রচীর ভেঙে পড়ে ১৭ জনের মৃত্যু হয়। নীচে থাকা কয়েকটি ঝুপড়ির ওপর ভেঙে পড়ে প্রাচীরটি। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

ভিকরৌলির সূর্য নগর এলাকায় আর একটি বাড়ি ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ২ জন আহত হয়েছেন। এছাড়াও ভান্ডুপে একটি দেওয়াল ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ১১টি বাড়ির দেওয়াল ও ভূমিধসের খবর পাওয়া গেছে। ১৩টি শর্টসার্কিট এবং ৯ জায়গায় গাছ পড়ে যাওয়ার খবর এসেছে বৃহন্মুম্বই পুরসভার কাছে।

এক পুরসভা আধিকারিক জানিয়েছেন, সমস্ত জায়গায় এখনও উদ্ধার কাজ চলছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাধ‍্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করছে পুরসভা। গোটা শহর জুড়েই লাল সতর্কতা জারি করা হয়েছে।

দেওয়াল ধসে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার রাত থেকে প্রবল বৃষ্টিতে শহরের একাধিক রাস্তা জলের নীচে। রাস্তার ওপর বয়ে যাওয়া জলের গতি এতোটাই বেশি যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। ।

শনিবার রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত মাত্র ৬ ঘন্টায় ১৫৬.৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বাইয়ে। সমস্ত রেললাইন জলের তলায়। আপাতত বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। আরো ২৪ ঘন্টা এই হারে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in