‘দুর্নীতিগ্রস্ত’, 'দালাল' সহ একাধিক শব্দ অসংসদীয়! কেন্দ্রের নয়া নির্দেশিকার বিরুদ্ধে সরব বিরোধীরা

অব্যবহারযোগ্য শব্দগুলি হল, রক্তপাত, রক্তাক্ত, বিশ্বাসঘাতক, লজ্জিত, গালাগালি, প্রতারিত, চামচা, চামচাগিরি, শিশুত্ব, দুর্নীতি, কাপুরুষ, অপরাধী, কুমিরের কান্না,
স্পিকার ওম বিড়লা
স্পিকার ওম বিড়লাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

সাংসদদের বক্তব্যে রাশ টানল কেন্দ্র। সংসদ ভবনের 'সম্মান বজায় রাখতে' কেন্দ্রের তরফ থেকে নতুন নিয়ম চালু করা হল। ‘ভণ্ডামি’, ‘দুর্নীতিগ্রস্ত’, 'দালাল' সহ বেশকিছু শব্দকে অসংসদীয় বলে দাবি করেছে সংসদ ভবন। পরবর্তী অধিবেশন থেকে সাংসদরা সেই শব্দ উচ্চারণ করতে পারবেন না। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিরোধীরা।

সরকারের তরফ দাবি করা হচ্ছে, সংসদ ভবনে সাংসদরা বক্তব্য রাখার সময় মাঝে মাঝে বিভিন্ন কুরুচিকর শব্দ উচ্চারণ করেন। যেগুলো ব্যবহারের ফলে সংসদ ভবনের সম্মান ক্ষুণ্ণ হয়। সেইসব শব্দগুলি আসন্ন বাদল অধিবেশন থেকে শাসক-বিরোধী কেউই ব্যবহার করতে পারবেন না।

এ নিয়ে বেশ কয়েকজন বিরোধী নেতানেত্রীরা কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘যেসব শব্দগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি সবই মোদী সরকারের আসল রূপ তুলে ধরার জন্য ব্যবহার করা হয়। আজ সেগুলিকেই অসংসদীয় বলে মান্যতা দেওয়া হল’। পাশাপাশি তিনি মোদীকে কটাক্ষ করে ‘বিশ্বগুরু’ বলেও সম্বোধন করেন।

ট্যুইটারে একটি মিম (meme) উল্লেখ করে মোদীর সমালোচনা করলেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। হিন্দিতে তিনি বলেন, আগার কারে তো কারে ক্যা, বোলে তো বোলে ক্যা? সিরফ, বা মোদীজী বা!। অর্থাৎ তাহলে কী করবো, কী বলবো? শুধু বা মোদীজী বা বলবো?

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রের এই সিদ্ধান্তকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘যেসব শব্দগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি আমি ব্যবহার করবো। দরকারে আমাকে সাসপেন্ড করুক। তাও গণতন্ত্রের জন্য লড়াই চলবে’।

অব্যবহারযোগ্য শব্দগুলি হল, রক্তপাত, রক্তাক্ত, বিশ্বাসঘাতক, লজ্জিত, গালাগালি, প্রতারিত, চামচা, চামচাগিরি, শিশুত্ব, দুর্নীতি, কাপুরুষ, অপরাধী, কুমিরের কান্না, অসম্মান, গাধা, নাটক, ভণ্ডতা, অযোগ্য, বিভ্রান্তি, অসত্য, ললিপপ, বেচারা, মূর্খ, যৌন হেনস্থা, কালাদিন, দাঙ্গা, দাদাগিরি, দালাল, চরিত্রহীন, ববকাট, গিরগিটি।

স্পিকার ওম বিড়লা
AIIMS নিয়োগ দুর্নীতি, BJP বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে CID হানা, শুক্রে জেরা নীলাদ্রি দানার মেয়েকে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in