Modi 3.0: ঘোষণা করা হল দপ্তর, পুরনো মুখেই ভরসা মোদীর! কার হাতে কোন মন্ত্রক? দেখুন তালিকা

People's Reporter: শীর্ষ চার মন্ত্রকে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে অমিত শাহ। রাজনাথ সিং দেখবেন প্রতিরক্ষা বিভাগ। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা
নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভাফাইল ছবি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফার মন্ত্রিসভার দপ্তর ঘোষণা করা হল। শীর্ষ চার মন্ত্রকে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রক পুরনো মন্ত্রীদের হাতেই রইল। স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে অমিত শাহ। রাজনাথ সিং দেখবেন প্রতিরক্ষা বিভাগ। অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারমন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে দপ্তর বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক নজরে কে কোন দপ্তর পেলেন –

স্বরাষ্ট্রমন্ত্রী - অমিত শাহ

প্রতিরক্ষা মন্ত্রী – রাজনাথ সিং

অর্থমন্ত্রী – নির্মলা সীতারমন

বিদেশমন্ত্রী – এস জয়শঙ্কর

সড়ক ও পরিবহন মন্ত্রী – নীতিন গড়কড়ি

সড়ক ও পরিবহণ মন্ত্রকের দুই প্রতিমন্ত্রী – হর্ষ মলহোত্র এবং অজয় টামটা

 কৃষিমন্ত্রী - শিবরাজ সিংহ চৌহান

রেলমন্ত্রী - অশ্বিনী বৈষ্ণব

সংসদ বিষয়ক মন্ত্রী - কিরেন রিজুজু

স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী - জেপি নড্ডা

বিদ্যুৎ এবং নগরোন্নয়ন মন্ত্রী - মনোহরলাল খট্টর

ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প মন্ত্রী – জিতন রাম মাঝি

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী - রামমোহন নাইডু

শিক্ষা মন্ত্রী - ধর্মেন্দ্র প্রধান

শিক্ষা প্রতিমন্ত্রী - সুকান্ত মজুমদার, জয়ন্ত চৌধুরী

পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী - ভূপেন্দ্র যাদব

বাণিজ্য এবং শিল্প মন্ত্রী - পীযূষ গয়াল

ভারী শিল্প মন্ত্রী - এইচ ডি কুমারস্বামী

টেলি কমিউনিকেশন মন্ত্রী – জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

পেট্রোপণ্য এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী – হরদীপ সিং পুরী

জাহাজ ও বন্দর মন্ত্রী - সর্বানন্দ সোনোয়াল

জাহাজ ও বন্দর মন্ত্রকের প্রতিমন্ত্রী - শান্তনু ঠাকুর

নারী এবং শিশুকল্যাণ মন্ত্রী - অন্নপূর্ণা দেবী

পঞ্চায়েতি রাজ, মৎস এবং পশুপালন মন্ত্রী - লল্লন সিং

খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী – চিরাগ পাসোয়ান

ক্রেতা সুরক্ষা, খাদ্য, জনবণ্টন এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রী - প্রহ্লাদ জোশী

ক্রীড়া এবং শ্রম মন্ত্রী - মনসুখ মান্ডব্য

কয়লা এবং খনি মন্ত্রী - জি কিষান রেড্ডি

আদিবাসী মন্ত্রী - জুয়েল ওরাওঁ

বস্ত্রমন্ত্রী - গিরিরাজ সিং

সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রী - বীরেন্দ্র কুমার

সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী - গজেন্দ্র সিংহ শেখাওয়াত

জলশক্তি মন্ত্রী - সিআর পাটিল

আইন এবং ন্যায় মন্ত্রী - অর্জুনরাম মেঘওয়াল

কর্মদক্ষতা এবং উদ্যোগ মন্ত্রী (স্বাধীন দায়িত্ব) - জয়ন্ত চৌধুরী

আয়ুষ মন্ত্রক (স্বাধীন দায়িত্ব) -  যাদবপ্রতাপ রাও

নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা
১০ থেকে ৭ - কমল মোদীর মন্ত্রিসভায় মহিলা সদ্যসের সংখ্যা! কারা রইলেন, কারাই বা বাদ পড়লেন?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in