Cabinet Reshuffle: এক নজরে দেখে নিন মোদীর নতুন মন্ত্রিসভায় কার কোন দপ্তর

বাংলা থেকে ৪ জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন - নিশীথ কুমার প্রামাণিক - স্বরাষ্ট্র ও ক্রীড়া; শিক্ষা - সুভাষ সরকার; সংখ্যালঘু উন্নয়ন - জন বার্লা; ও জাহাজ - শান্তনু ঠাকুর।
নতুন মন্ত্রিসভা
নতুন মন্ত্রিসভাছবি প্রধানমন্ত্রীর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

বুধবার সন্ধ্যায় দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রিসভার প্রথম রদবদল হলো। স্বাস্থ্য, আইন, তথ‍্যপ্রযুক্তি, রেল সহ একাধিক প্রধান প্রধান মন্ত্রক পেল নতুন মন্ত্রী। এই রদবদলে যেমন অনেকে মন্ত্রিত্ব খুইয়েছেন তেমন নতুন দায়িত্ব পেয়েছেন অনেকেই। এদিন রাষ্ট্রপতি ভবনে মোট ৪৩ জন মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেছেন, এঁদের মধ্যে ৩৬ জনই নতুন মুখ।

রদবদলের ফলে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর সংখ্যা ২১ থেকে বেড়ে হলো ৩০ এবং প্রতিমন্ত্রীর সংখ্যা ২৩ থেকে বেড়ে হলো ৪৫। স্বাধীন প্রতিমন্ত্রীর সংখ্যা ৯ থেকে কমে হয়েছে ২।

এক নজরে দেখে নেওয়া যাক কে কোন দায়িত্ব পেলেন -

করোনা পরিস্থিতিতে দেশের নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন মনসুখ মান্ডব‍্য। গতকাল দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ডঃ হর্ষ বর্ধন। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হচ্ছেন ডঃ ভারতী পাওয়ার।

নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। স্বাস্থ‍্যের কারণে গতকাল শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে এসেছেন রমেশ পোখরিয়াল। ধর্মেন্দ্র প্রধান আগে পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্বে ছিলেন।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্বে থাকা হরদীপ সিং পুরিকে পেট্রোলিয়াম মন্ত্রী করা হয়েছে। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকও রয়েছে তাঁর দায়িত্বে।

কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জ‍্যোতিরাদিত‍্য সিন্ধিয়াকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।

রেলমন্ত্রীর পদ থেকে সরিয়ে বস্ত্রমন্ত্রী করা হয়েছে পীযূষ গোয়েলকে। আগে স্মৃতি ইরানীর হাতে ছিল বস্ত্র মন্ত্রক।

নারী ও শিশু কল‍্যাণ মন্ত্রী থাকছেন স্মৃতি ইরানী।

ওড়িশা থেকে রাজ‍্যসভার সাংসদ অশ্বিনী বৈষ্ণবকে রেল ও আইটি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে থাকা কিরেন রিজিজুকে আইন ও ন‍্যায়বিচার মন্ত্রী করা হয়েছে।

অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা অনুরাগ ঠাকুরকে নতুন ক্রীড়ামন্ত্রী ঘোষণা করা হয়েছে।

আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়ালকে বন্দর ও জাহাজ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্টীল পোর্টফোলিও নিয়ে প্রথমবার মোদীর মন্ত্রিসভায় সদস‍্য হলেন বিজেপির শরিক জেডিইউয়ের রামচন্দ্র প্রসাদ সিং।

দিল্লির দু'বারের বিজেপি সাংসদ মীনাক্ষী লেখিকে বিদেশ প্রতিমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।

দুগ্ধ ও মৎস্য মন্ত্রক পরিচালনা করবেন পুরুষোত্তম রুপালা।

চিরাগ পাসোয়ানকে সরিয়ে এলজেপি-র প্রধান হওয়া পশুপতি পারসকে খাদ‍্য প্রক্রিয়াকরণ মন্ত্রী করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং শ্রম মন্ত্রকের দায়িত্বে ভূপেন্দ্র যাদব

পর্যটন, সংস্কৃতি এবং উত্তর-পশ্চিম এলাকা উন্নয়ন মন্ত্রী হয়েছেন কিষাণ রেড্ডি।

নতুন তৈরি হওয়া সহযোগিতা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে

এছাড়াও মোট ২৮ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গতকাল। এর‌ মধ্যে উত্তরপ্রদেশ থেকে ৭ জন, পশ্চিমবঙ্গের ৪ জন, গুজরাতের ৩ জন রয়েছেন।

বাংলা থেকে যে ৪ জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন তাঁরা হলেন - নিশীথ কুমার প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর। স্বরাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে প্রথমবার সাংসদ হওয়া নিশীথ প্রামাণিককে। শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন সুভাষ সরকারকে। সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জন বার্লা এবং জাহাজ প্রতিমন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুর।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in