প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেফাইল ছবি সংগৃহীত

BJP Vs Congress: 'মোদী কি গ্যারান্টি ১৪০ কোটি ভারতীয়র জন্য নিষ্ঠুর পরিহাস' - মোদীকে আক্রমণে খাড়গে

People's Reporter: কংগ্রেস সভাপতি লেখেন, 'বিজেপির 'বি' মানে বিশ্বাসঘাতক (Betrayal) এবং 'জে' মানে জুমলা (JUMLA)। আপনার সরকারকে বর্ণনা করার ৫ টি বিশেষণ হল মিথ্যা, প্রতারণা, জালিয়াতি, লুঠ এবং প্রচার।'
Published on

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে 'বিশ্বাসঘাতক' ও 'জুমলা পার্টি' বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীকে পাল্টা আক্রমণ করলেন মল্লিকার্জুন খাড়গে। নিজের এক্স মাধ্যমে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তিনি লেখেন, 'আপনার সরকারকে বর্ণনা করার ৫ টি বিশেষণ হল মিথ্যা, প্রতারণা, জালিয়াতি, লুঠ এবং প্রচার। ২০২৪-র ১৬ মে আপনি দাবি করেছিলেন, ২০৪৭-র রোড ম্যাপ তৈরির জন্য ২০ লক্ষ মানুষের কাছ থেকে তথ্য নিয়েছিলেন। কিন্তু PMO-তে দায়ের করা RTI-তে তার উল্লেখ নেই। আপনার মিথ্যা ফের প্রকাশ্যে এলো!'

কংগ্রেস সভাপতি আরও লেখেন, 'বিজেপির 'বি' মানে বিশ্বাসঘাতক (Betrayal) এবং 'জে' মানে জুমলা (JUMLA)'। পাশাপাশি নরেন্দ্র মোদীর দেওয়া একাধিক প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলেছেন মল্লিকার্জুন খাড়গে। প্রতি বছর ২ কোটি বেকারের চাকরি থেকে শুরু করে 'আচ্ছে দিন', 'বিকশিত ভারত' সহ একাধিক বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি।

খাড়গে প্রশ্ন করেন, 'কেন ভারতে বেকারত্বের হার ৪৫ বছরের সর্বোচ্চ? ৭ বছরে ৭০টি পেপার ফাঁসের জন্য দায়ী কে? কে PSU-তে অংশীদারিত্ব বিক্রি করে ৫ লক্ষ সরকারি চাকরি কেড়ে নিয়েছে? কেন পরিবারের সঞ্চয় ৫০ বছরের সর্বনিম্নে? গত বছরে কেন একটি সাধারণ থালির দাম ৫২% বেড়েছে? টমেটোর দাম বেড়েছে ২৪৭%, আলু ১৮০% এবং পেঁয়াজের দাম ৬০% কেন বৃদ্ধি পেয়েছে? কে দুধ, দই, আটা, ডালের মতো প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের উপর GST ধার্য করেছে?'

প্রধানমন্ত্রী মোদীকে কংগ্রেস সভাপতি আরও জানান, 'আপনার সরকার গত ১০ বছরে ১৫০ লক্ষ কোটি টাকার বেশি ধার নিয়েছে। অর্থাৎ প্রত্যেক ভারতীয়ের মাথা পিছু ঋণ ১.৫ লক্ষ টাকা। অর্থনৈতিক বৈষম্য ১০০ বছরের সর্বোচ্চ। বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থানে ১০৫ (২০২৪), রাষ্ট্র সংঘের মানব উন্নয়ন সূচকে ১৩৪ নম্বর এবং বিশ্ব লিঙ্গ বৈষম্য সূচকে ভারতের স্থানে ১২৯। মোদীজি, আঙুল তোলার আগে মনে রাখবেন যে - মোদী কি গ্যারান্টি ১৪০ কোটি ভারতীয়দের উপর একটি নিষ্ঠুর পরিহাস!'

প্রসঙ্গত প্রধানমন্ত্রী এর আগে এক্স মাধ্যমে লিখেছিলেন, "কংগ্রস দল বুঝে গেছে যে অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া সহজ কাজ। কিন্তু সেটা পালন করা কঠিন। নির্বাচনী প্রচারে নেমে কংগ্রেস সেটাই করে। মানুষকে এমন প্রতিশ্রুতি দেয় যা তারা পূরণ করতে পারবে না"।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in