

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষবারের মত লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন। মঙ্গলবার বিহারের পাটনায় এই দাবি করেছেন বর্ষীয়ান আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব। তিনি আরও বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রীর ‘জুমলাবাজী’ নিয়ে বিরক্ত।
এদিন ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য পাটনায় তাঁর স্ত্রী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ১০ সার্কুলার রোডের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করার সময়, লালু প্রসাদ বলেন, স্বাধীনতা অর্জনের জন্য বিপুল সংখ্যক মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন।
লালু প্রসাদ আরও বলেন, "আমরা ইতিহাসকে অক্ষত রাখতে চাই। কিন্তু, বিজেপি ইতিহাস বদলানোর চেষ্টা করছে। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রামের কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি। আজ তাদের অভিবাদন জানানোর দিন।"
জাতীয় পতাকা উত্তোলনের পর আরজেডি নেতা বলেন, "নরেন্দ্র মোদী শেষবারের মতো লাল কেল্লার প্রাচীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করছেন। আমরাই কেন্দ্রে পরবর্তী সরকার গঠন করব। কারণ, নরেন্দ্র মোদীর জুমলাবাজীতে দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ। আমরা আশা করছি যে মোদী লাল কেল্লা থেকে তাঁর শেষ ভাষণে সঠিক কাজটি করবেন।”
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন