

'শহুরে নকশাল', 'মোদি-যোগী' বিরোধী অভিযোগে একদল সমাজকর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে যোগীরাজ্যে। জানা গিয়েছে, 'জনস্বাস্থ্যের অধিকার'-এর প্রচার করতে গিয়েছিল এই সমাজকর্মীরা। কিন্তু যোগী বিরোধী প্রচারে এসেছে এমন অভিযোগে দুষ্কৃতীরা তাঁদের বেধড়ক মারধর করে।
উল্লেখ্য, রাজ্যে 'নওজোয়ান ভারতসভা' ও 'স্ত্রী মুক্তি লিগ' যৌথভাবে এই 'জনস্বাস্থ্যের অধিকার' নামক প্রচার শুরু করেছে লকডাউনে গরিব মানুষদের স্বাস্থ্য পরিষেবা, খাদ্য ও বাসস্থানের দাবিতে। সোমবার এক মহিলা-সহ ৩ জন সমাজকর্মী অনুপম, অবিনাশ ও রূপা হাসানগঞ্জ এলাকায় নিজেদের প্রচারের প্যামপ্লেট ও পোস্টার লাগাচ্ছিলেন। সেই সময়ই তাঁদের কাজে বাধা দেওয়া হয়।
অভিযোগ করা হয়, তাঁরা সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন এবং মুসলিম-পন্থী পোস্টার লাগাচ্ছে মন্দিরের কাছে। স্থানীয়রা সমাজকর্মীদের অভিযান সম্বন্ধে পরে জানতে পারলেও মেলেনি রেহাই। তাঁদের 'শহুরে মাওবাদী' বলেই আখ্যা দেওয়া হয়।সমাজকর্মীরা ভিত্তিহীন অভিযোগ বলে স্থানীয়দের দাবি উড়িয়ে দিলে একদল উত্তেজিত জনতা তাদের মারতে শুরু করে।
মহিলা সমাজকর্মী অভিযোগ করেন, একজন তাঁর হাত মুড়িয়ে ধরে অকথ্য ভাষায় গালাগাল দিতে শুরু করে। এমন সময় পুলিশ ঘটনাস্থলে এসে ৩ সমাজকর্মীকে গ্রেপ্তার করে। বামপন্থী সমাজকর্মীরা এই ঘটনার নিন্দা করে অবিলম্বে এই সমাজকর্মীদের পুলিশ হেপাজত থেকে মুক্তির দাবি জানিয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন