গাড়ি চাপা দিয়ে কৃষক মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

তিনি বলেছেন, ‘আমার ছেলে ঘটনার সময় সেখানে ছিল না। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যা।’
গাড়ি চাপা দিয়ে কৃষক মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর
ফাইল চিত্র - সংগৃহীত
Published on

আন্দোলনকারী কৃষকদের ওপর গাড়ি চালানোর ঘটনায় দুই কৃষক-সহ মোট আটজনের মৃত্যুর ঘটনায় যোগী রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনায় অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে। যদিও এই অভিযোগ সত্য নয় বলে অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে ষড়যন্ত্র বলে তিনি দাবি করেছেন, তাঁর ছেলে ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তিনি বলেছেন, ‘আমার ছেলে ঘটনার সময় সেখানে ছিল না। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যা।’

রবিবার কৃষকদের উপর দিয়ে গাড়ি চালানোর ঘটনায় গাড়ির ধাক্কায় লখিমপুর খেরি এলাকায় মোট আটজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও আত্মপক্ষ সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি, তাঁর গাড়ির চালক বাড়ি যাওয়ার সময়ে গাড়ির কনভয়ে আন্দোলনকারীরা পাথর ছোড়ে। তার জেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। সেই সময়ই দু’জন কৃষক তাঁর গাড়ির নীচে চাপা পড়েন।

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, দুর্ঘটনায় মৃত আটজনের মধ্যে রয়েছেন তাঁর গাড়ির চালক এবং বিজেপির তিন কর্মী। তাঁদের পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, ‘আমার চালক গাড়ি চালানোর সময় দুষ্কৃতীরা পাথর ছুড়লে গাড়ি নিয়ন্ত্রণ হারায়। তাতে দুই কৃষক চাপা পড়েন। এরপর তিন বিজেপি কর্মী এবং চালককে পিটিয়ে মারা হয়, গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।’

গোটা জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ ভোরে খেরি পৌঁছেছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। অন‍্যদিকে ভোরেই খেরি পৌঁছানোর পথে সীতাপুর থেকে গ্রেফতার করা হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের গাড়িও আটকে দেওয়ায় নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেছেন তিনি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in