MGNREGA: ২১-২৩ সেপ্টেম্বর দেশজুড়ে ‘অ্যাকশন ডে’ পালন NREGA কর্মীদের

এক বিবৃতিতে NREGA সংগ্রাম মোর্চা জানিয়েছে, ‘২১ থেকে ২৩ সেপ্টেম্বর, সারা দেশে NREGA কর্মীরা তাদের সমস্যার কথা তুলে ধরতে এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য একত্রিত হচ্ছেন৷
ছবি  প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

কেন্দ্রীয় প্রকল্প MGNREGA বা ১০০ দিনের কাজে পর্যাপ্ত তহবিল, সময়মতো মজুরি প্রদানসহ একাধিক দাবিতে জোট বাঁধছেন কর্মীরা। ২১ থেকে ২৩ সেপ্টেম্বর, দেশজুড়ে ‘অ্যাকশন ডে’ পালনের ডাক দিয়েছেন তাঁরা।

এক বিবৃতিতে NREGA সংগ্রাম মোর্চা জানিয়েছে, ‘২১ থেকে ২৩ সেপ্টেম্বর, সারা দেশে NREGA কর্মীরা তাদের সমস্যার কথা তুলে ধরতে এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য একত্রিত হচ্ছেন৷ দেশজুড়ে ‘অ্যাকশন ডে’ পালন করতে, সকল NREGA কর্মীদের একত্রিত করছে NREGA সংগ্রাম মোর্চা (NSM)।’

NREGA সংগ্রাম মোর্চা, একটি জাতীয় মঞ্চ, যেখানে NREGA-র শ্রমিক, ট্রেড ইউনিয়ন ও সংগঠন একই ছাতার তলায় আন্দোলন সংগঠিত করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ১৩ টি রাজ্যের কয়েক হাজার NREGA কর্মী ‘কাম দো অভিযান’ (সকলের কাজের দাবিতে আন্দোলন) চালাচ্ছে। একইসঙ্গে, ১০০ দিনের কাজের বকেয়া না মেটানো নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন তাঁরা।’

NREGA সংগ্রাম মোর্চা জানিয়েছে, ‘MGNREGA-র খুব ইতিবাচক প্রভাব রয়েছে। তবে এটি শ্রমিক শোষণের হাতিয়ারে পরিণত হয়েছে। যে শ্রমিকেরা সৎভাবে কঠোর পরিশ্রম করেছে, তাদের মজুরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। এই পরিস্থিতিতে শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান, চাহিদা অনুযায়ী কাজ, অর্থ প্রদানে বিলম্বের জন্য ক্ষতিপূরণ, বেকার ভাতা দিতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘চলতি অর্থবছরে কেন্দ্রের কাছে প্রায় ২৮০০ কোটি টাকা বকেয়া রয়েছে। এবং, আগের অর্থবছরে ১৯৮৪ কোটি টাকা বকেয়া রয়েছে৷ সারা দেশে NREGA মজুরির গড় বৃদ্ধির হার মাত্র ৪.২৫ শতাংশ, যেখানে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা ৩১ শতাংশ মহার্ঘ ভাতা (DA) পান।’

শুধু তাই নয়, ‘বাজেটের ৭৭ শতাংশ ব্যয় করা হয়েছে প্রথম পাঁচ মাসে। ১৬ টি রাজ্যের নেট ব্যালেন্স নেগেটিভ। শ্রমিকদের মজুরি প্রদানে এই বিলম্বের জন্য নিন্দা জানানো হচ্ছে।’

এর আগে, গত ২ থেকে ৪ আগস্ট, ১৪ টি রাজ্যের প্রায় ৬০০ NREGA কর্মী-সমর্থকেরা নিজেদের দাবি দাওয়া জানাতে NREGA সংগ্রাম মোর্চার ব্যানারে যন্তর মন্তরে জড়ো হয়েছিলেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in