মেহবুবা মুফতি
মেহবুবা মুফতিছবি মেহবুবা মুফতির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

Mehbooba Mufti: আবারও গৃহবন্দী করা হয়েছে - ট্যুইটে জানালেন মেহবুবা মুফতি

বৃহস্পতিবার এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন পিডিপি প্রধান মুফতি। তিনি জানিয়েছেন দলীয় নেতা সুহেল বুখারি এবং নাজমু সাকিবকেও গ্রেপ্তার করা হয়েছে।
Published on

আবারও গৃহবন্দী করা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে। বৃহস্পতিবার এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন পিডিপি প্রধান মুফতি। তিনি জানিয়েছেন দলীয় নেতা সুহেল বুখারি এবং নাজমু সাকিবকেও গ্রেপ্তার করা হয়েছে।

এদিন মুফতি বলেন, 'নিরপরাধদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা এবং পরিবারের সদস্যদের অন্ত্যোষ্টি করতে দিতে অস্বীকার করে ভারত সরকার অমানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে'।

মেহবুবা এদিন ট্যুইট করে জানিয়েছেন, "আবারও গৃহবন্দী এবং পিডিপি-র নাজমু শাকিব এবং সুহেল বুখারিকেও গ্রেপ্তার করা হয়েছে। নিরপরাধ অসামরিক ব্যক্তিদের মানব ঢাল হিসাবে ব্যবহার করার এবং তারপরে তাদের পরিবারকে অন্ত্যোষ্টি করতে দেওয়ার অধিকার অস্বীকার করার ধরণ থেকে পরিষ্কার যে ভারত সরকার অমানবিকতার নতুন নজির তৈরি করেছে।"

মেহবুবা আরও জানিয়েছেন, "প্রথম থেকেই তাদের বর্ণনার ভিত্তি ছিলো মিথ্যা। তারা তাদের কাজের জন্য কোনো জবাবদিহি করতে রাজি নয় এবং সে কারণেই যারা এই অন্যায় ও নৃশংসতার বিরুদ্ধে কথা বলে তাঁদের কণ্ঠস্বরকে স্তব্ধ করছে।"

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর সরকারের পক্ষ থেকে হায়দারপোরা এনকাউন্টারের ঘটনায় এক ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। পুলিশের দাবি অনুসারে ওই এনকাউন্টারে একজন পাকিস্তানী সন্ত্রাসী এবং তার সহযোগী সহ চারজন নিহত হয়েছে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক টুইট বার্তায় জানিয়েছেন, রিপোর্ট জমা দেওয়ার পরে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এনকাউন্টারে নিহত আলতাফ আহমেদ এবং মুদাসির গুলের পরিবার জোর দিয়ে জানিয়েছে যে তাঁরা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিল না এবং দুজনের মৃতদেহ তাঁদের কাছে ফেরত দেওয়ার দাবি করেছে।

মেহবুবা মুফতি
শ্রীনগরে চিকিৎসক, ব্যবসায়ী সহ ৪ জনের মৃত্যু - ‘ভুয়ো সংঘর্ষের’ অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in