Meghalaya: শিলং-এ হিংসা, কার্ফু, বন্ধ নেট পরিষেবা - রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা

রবিবার বিকেলে বিক্ষোভকারীরা জিয়াউতে মওকিনরোহ পুলিশ ফাঁড়িতে একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মাওকিনরো ফাঁড়ির অফিসার ইনচার্জ সহ গাড়িতে থাকা পুলিশ কর্মীরা কোনোমতে পালিয়ে যান।
শিলং-এ হিংসা
শিলং-এ হিংসাছবি দীপ দাস-এর ট্যুইটার ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

শিলং এবং সংলগ্ন অঞ্চলে ৩৩ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হল। গত শুক্রবার এক প্রাক্তন জঙ্গি নেতার "হত্যার" পর রবিবার মেঘালয়ের বেশ কিছু অঞ্চলে হিংসা ছড়িয়ে পড়ে। যার জেরে ইস্তফা দিয়েছেন মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মণ রিম্বুই। হিংসার ঘটনার পরেই মেঘালয়ের চার জেলায় ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়।

শিলং এবং সংলগ্ন অঞ্চলে ধারাবাহিক হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে, কড়া নিরাপত্তার মধ্যে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান পালিত হয়।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশকে অভিযুক্ত করে রবিবার শিলংয়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ পুলিশ জঙ্গি সংগঠন হায়নিউইট্রেপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিলের প্রাক্তন সাধারণ সম্পাদক চেস্টারফিল্ড থাংখিউয়কে ‘এনকাউন্টার করে হত্যা করেছে’।

রবিবার বিকেলে বিক্ষোভকারীরা জিয়াউতে মওকিনরোহ পুলিশ ফাঁড়িতে একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মাওকিনরো ফাঁড়ির অফিসার ইনচার্জ সহ গাড়িতে থাকা পুলিশ কর্মীরা কোনোমতে পালিয়ে যান। পুলিশ পালিয়ে যাবার পর বিক্ষোভকারীরা পুলিশ কর্মীদের অস্ত্র লুঠ করে বলে জানা গেছে।

এদিন শিলং এবং মেঘালয়ের বেশ কিছু অংশে দিনভর পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। বৃষ্টি সত্ত্বেও, রবিবার বিকেলে শিলংয়ের মাওলাই এলাকায় নিহত এইচএনএলসি প্রাক্তন নেতার বাসভবনে প্রচুর সংখ্যক মানুষ জড়ো হন। বহু মানুষকে বাড়ির ছাদে, বারান্দায় দাঁড়িয়ে সংহতির বার্তাসহ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পূর্ব খাসি পাহাড়ের জেলা ম্যাজিস্ট্রেট ইসাওয়ান্দা লালু রবিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শিলং এবং আশেপাশের ১৩ টি এলাকায় সম্পূর্ণ কারফিউ জারি করার নির্দেশ দিয়ে বলেন যে, শিলং এবং সংলগ্ন অঞ্চলে পাথর নিক্ষেপ, অগ্নিসংযোগ, চুরি এবং গুরুতর আইন শৃঙ্খলা অবনতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এইসব অঞ্চলে আইন-শৃঙ্খলার আবারও অবনতি হতে পারে। যা জীবন ও সম্পদের ক্ষতির কারণ হতে পারে।

রাজ্যের স্বরাষ্ট্র সচিব সিভিডি ডিয়েংদো, এক পৃথক আদেশে, পূর্ব খাসি পাহাড়, পশ্চিম খাসি পাহাড়, দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় এবং রি-ভোই জেলাগুলিতে ৪৮ ঘন্টার জন্য (রবিবার সন্ধ্যা ৬ টা থেকে) টেলিকমিউনিকেশন পরিষেবা স্থগিত করেছেন।

তিনি আরও জানিয়েছেন, "এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক, টুইটার এবং ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ করার জন্য এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য টেলিযোগাযোগ পরিষেবা স্থগিত করা হয়েছে।"

শহরের ব্যস্ত বাজার এলাকায় এক আইইডি বিস্ফোরণ ঘটানোর তিন দিন পরে শুক্রবারের "এনকাউন্টার" ঘটেছিল। নিষিদ্ধ এইচএনএলসি আইইডি বিস্ফোরণ ঘটিয়েছিলো। এই ঘটনায় এক মহিলা সহ দুই ব্যক্তি আহত হন।

মেঘালয়ের পুলিশের ডিজি আর চন্দ্রনাথন জানিয়েছেন রাজ্যে সাম্প্রতিক সময়ে একাধিক আইইডি বিস্ফোরণের তদন্ত থেকে জানা গেছে এইচএনএলসি এইসব বিস্ফোরণের সঙ্গে জড়িত।

থ্যাংখিউ, যিনি ২০১৮ সালে সরকারের কাছে আত্মসমর্পণের আগে এইচএনএলসির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন, রবিবার তাকে দাহ করা হয়েছে।

মেঘালয় মানবাধিকার কমিশনও (এমএইচআরসি) তার হত্যাকাণ্ডের বিষয়ে স্বতঃপ্রণোদিত ভাবে মুখ্যসচিবকে ১৫ দিনের মধ্যে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে। এই সময়ের মধ্যে রিপোর্ট জমা না করা হলে কমিশন নিজেই তদন্ত করবে।

প্রধান বিরোধী দল কংগ্রেসও এর আগে পুলিশ কর্তৃক থাংখিউয়ের হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করতে এমএইচআরসি-র তদন্তের দাবি করেছে।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in