Meghalaya: তৃণমূল ভাঙার জল্পনা, ১২ বিধায়কই ফের ফিরতে পারেন কংগ্রেসে

গত নভেম্বর মাসে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা মুকুল সাংমার নেতৃত্বে ১২ জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন।
মুকুল সাংমা
মুকুল সাংমাফাইল ছবি সংগৃহীত

গতবছরের নভেম্বর মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মেঘালয়ের ১২ জন বিধায়ক। যদিও মাত্র ছ’মাসের মধ্যেই মোহভঙ্গ ঘটেছে তৃণমূল বিধায়কদের। জল্পনা সত্যি হলে এবার ১২ তৃণমূল বিধায়ক ফের ফিরতে চলেছেন কংগ্রেসে। রাজ্যের রাজনৈতিক মহলে যা নিয়ে জোর জল্পনা। প্রসঙ্গত, আগামী ২০২৩ সালে মেঘালয়ের বিধানসভা নির্বাচন। যে নির্বাচনের আগে পুরো বিধায়ক দল বিলুপ্ত হয়ে গেলে তা তৃণমূলের কাছে বড়ো ধাক্কা।

গতবছরের নভেম্বর মাসে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা মুকুল সাংমার নেতৃত্বে ১২ জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। কোনও ভোটে না জিতেও রাতারাতি ১২ বিধায়ক নিয়ে রাজ্যে সংগঠন তৈরির বিষয়ে আশাবাদী হয় তৃণমূল। যদিও রাজনৈতিক মহলের গুঞ্জন অনুসারে এঁরা সকলেই ফিরতে পারেন কংগ্রেসে। সেক্ষেত্রে আপাতত মেঘালয় থেকে পাততাড়ি গোটাতে হবে তৃণমূলকে।

সম্প্রতি প্রশান্ত কিশোরের কংগ্রেসের যোগ দেবার সম্ভাবনা তৈরি হবার পর থেকেই মেঘালয়ের তৃণমূল নেতৃত্ব দোলাচলে ভুগতে শুরু করে। একসময় কংগ্রেস থেকে আসা তৃণমূলের এই সব নেতাই প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলে তা দলের পক্ষে মঙ্গল হবে বলেই মনে করছেন। সেক্ষেত্রে তাঁদের পুরোনো দলে ফিরে যাওয়া কোনও সমস্যার হবেনা।

মেঘালয়ে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা চার্লস পিনগ্রোপ জানিয়েছেন, প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলে তা কংগ্রেসের পক্ষে মঙ্গলের। কারণ কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে হলে প্রশান্ত কিশোরের মত দক্ষ ভোট কুশলীর প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে ঢাকঢোল পিটিয়ে রাজ্যে রাজ্যে সংগঠন তৈরির এবং ভোটে লড়ার চেষ্টা করলেও তৃণমূলের সেই চেষ্টা এখনও ফলপ্রসূ হয়নি। বরং সব রাজ্যেই ব্যর্থতার মুখ দেখতে হয়েছে। সেই পরিস্থিতিতে এবার যদি জল্পনা সত্যি করে মেঘালয়ের সব তৃণমূল নেতাই কংগ্রেস যোগ দেন তাহলে মেঘালয় থেকেও আপাতত শূন্য হাতে ফিরে আসতে হবে তৃণমূলকে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in