অনুমতি ছাড়া রাস্তায় নামাজ পড়লেই কড়া শাস্তি, বাতিল হতে পারে পাসপোর্ট-লাইসেন্স! পদক্ষেপ যোগীর পুলিশের

People's Reporter: জয়ন্ত সিং চৌধুরী বলেছেন, "যদি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়, তাহলে পাসপোর্ট এবং লাইসেন্স বাতিল করা যেতে পারে"।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

অনুমতি ছাড়া রাস্তায় নামাজ পড়া যাবে না। তাতে সাধারণ মানুষের অসুবিধা হবে। রমজান মাসের শেষ শুক্রবারের আগে কড়া নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশের মিরাটের পুলিশ। এমনকি এই নির্দেশ না মানলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ বলেও জানিয়েছে পুলিশ। প্রয়োজনে বাতিল করা হতে পারে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স।

এবিষয়ে মিরাটের এসপি আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, ইদগাহ এবং মসজিদ ছাড়া কেউ অন্য কোথাও নামাজ পড়তে পারবেন না। বিনা অনুমতিতে রাস্তায় নামাজ পড়লে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে। আর একবার পাসপোর্ট বাতিল হলে অনেক ঝক্কি পোহাতে হয়। আদালত থেকে এনওসি আনতে হয়। পুলিশের অনুমতির প্রয়োজন পড়ে।

এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) নেতা জয়ন্ত সিং চৌধুরী বলেছেন, "যদি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়, তাহলে পাসপোর্ট এবং লাইসেন্স বাতিল করা যেতে পার। নতুন করে পাসপোর্ট করতে গেলে আদালত থেকে অনাপত্তি শংসাপত্র (এনওসি) ছাড়া একটি নতুন পাসপোর্ট করা কঠিন হয়ে যাবে।"

অন্যদিকে এনিয়ে মিরাটে এসএসপি ভিপিন টাডা বলেছেন, "সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব বা অশান্তি ছড়ানোর চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কঠোর নজর রাখছি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোনও প্রচেষ্টাকে দৃকঢ়তার সঙ্গে মোকাবিলা করা হবে"।

নিরাপত্তার জন্য প্রাদেশিক আর্মড কনস্ট্যাবুলারি (PAC) এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) কর্মীদের মোতায়েন করা হয়েছে। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এসএসপি টাডা আরও জানিয়েছেন, প্রশাসন শান্তি বজায় রাখতে এবং আসন্ন উত্সবগুলি সুষ্ঠুভাবে পালন নিশ্চিত করতে বিশিষ্ট নাগরিক এবং ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

জয়ন্ত সিং চৌধুরী জানিয়েছেন, আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এছাড়া স্থানীয় গোয়ান্দারা সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। সংবেদনশীল স্থানে উর্দিধারী এবং সাদা পোশাকধারী অফিসার মোতায়েন করা হবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in