মথুরায় মদ, মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, ব্যবসায়ীদের দুধ বিক্রির পরামর্শ যোগী আদিত্যনাথের

তিনি বলেন, "ব্রিজ ভূমির উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। এর জন্য তহবিলের অভাব হবে না।"
যোগী আদিত্যনাথ
যোগী আদিত্যনাথফাইল ছবি
Published on

উত্তরপ্রদেশের মথুরাতে মদ-মাংস বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলেন সে রাজ‍্যের ‌মুখ‍্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার মথুরাতে শ্রীকৃষ্ণ জন্মোৎসব কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট আধিকারিকদের মথুরাতে মদ-মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হচ্ছে। এই ব‍্যবসার সাথে জড়িত ব‍্যক্তিদের অন‍্য কোনো ব‍্যবসা করার পরামর্শ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, যারা মদ এবং মাংস বিক্রির ব‍্যবসার সাথে জড়িত, তাঁরা এখন থেকে মথুরার গৌরব পুনরুদ্ধারের জন্য দুধ বিক্রি শুরু করতে পারেন। বিপুল পরিমাণে পশুর দুধ উৎপাদনের জন্য একসময় বিখ্যাত ছিল মথুরা।

তাঁর কথায়, দীর্ঘদিন ধরে হিন্দুদের এই ধর্মবিশ্বাসের স্থানগুলো অবহেলিত হচ্ছিল। এবার সেগুলো পুনরুজ্জীবিত হচ্ছে। তিনি বলেন, "ব্রিজ ভূমির উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। এর জন্য তহবিলের অভাব হবে না। এই অঞ্চলের উন্নয়নে আধুনিক প্রযুক্তি এবং সাংস্কৃতিক ও আধ‍্যাত্মিক ঐতিহ্যের অসাধারণ মিশ্রণ ব্যবহার করবো আমরা।"

পৃথিবী থেকে করোনা সংক্রমণ দূর করে দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in