

কৃষ্ণ জন্মভূমি মামলায় বিভিন্ন সংগঠনের করা ৯টি আবেদন খারিজ করে দিয়েছে মথুরা জেলা আদালত। রাম জন্মভূমির পাশে সপ্তদশ শতকের তৈরি একটি মসজিদ ভেঙে ফেলার আবেদন করেছিল অখিল ভারতীয় তীর্থ পুরোহিত মহাসভা, মথুরা চতুর্বেদি পরিষদ এবং হিন্দু মহাসভার তরফে আগেই মামলা করা হয়েছিল। সেই আবেদন আপাতত খারিজ করে দিয়েছে মথুরা আদালত। উল্লেখ্য, এই বিষয়টি পুনরায় খতিয়ে দেখার জন্য লখনউয়ের আইনজীবী রঞ্জনা অগ্নিহোত্রী আবেদন করেছেন। মামলার পরবর্তী শুনানি ২২ মার্চ।
যদিও পুরোহিত সংগঠনের তরফে এই শশী ইদগাহ মসজিদটি ভেঙে ফেলার আবেদনের তীব্র নিন্দা করা হয়েছে। কারণ, মসজিদটি কাতরা কেশব দেব মন্দিরের ভিতরে অবস্থিত এবং এর ফলে সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি হতে পারে। যদিও হিন্দু মহাসভা-সহ অন্যান্য সংগঠনের তরফে এই মসজিদকে 'অবৈধ' বলে দাবি করা হয়েছে। এমনকী, কৃষ্ণ জন্মভূমির গায়ে মসজিদ নির্মাণ বেআইনি বলেও দাবি করা হয়েছে।
জেলা প্রশাসনের আইনজীবী শিবম সিংয়ের মতে, এই সংক্রান্ত সব আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। যদিও তা পুনর্বিবেচনার জন্য ফের আবেদন করা হয়েছে।
গত বছর ৩০ সেপ্টেম্বর মথুরা জেলা আদালতে এই মসজিদটি ভেঙে ফেলার আবেদনের পাল্টা আবেদন দাখিল করা হয়েছিল ১৬ অক্টোবর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন