
উত্তরপ্রদেশের একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় নিহত হয়েছেন চারজন। বিস্ফোরণে আহত হয়েছে ন'জন। যার মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের সকলেই মহিলা বলে জানা গেছে। উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ।
সোমবার ঘটনাটি ঘটেছে আমরোহা জেলার আতারাসি গ্রামে। সেখানে একটি মাঠের মধ্যে দুটি বাজি কারখানা রয়েছে। যার মধ্যে একটিতে আচমকাই বিস্ফোরণ ঘটে। এই ঘটনার ফলে বাজি কারখানা এবং টিনের চাল ভেঙে পড়েছে। ওই সময় কারখানায় কাজ করছিলেন অনেকে। সকলেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনী। চলছে উদ্ধার কাজ। উদ্ধার হওয়াদের মধ্যে চারজন নিহত এবং আহত ন'জন। যার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন দু'জন। তাদের মোরাদাবাদের একটি উচ্চতর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা আমরোহা ভিত্তিক হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের সকলেই মহিলা। আহতদের মধ্যে একজন পুরুষ ছাড়া বাকি সকলেই মহিলা।
ঘটনার খবর পেয়ে আমরোহার জেলা ম্যাজিস্ট্রেট নিধি গুপ্ত ভাটস এবং পুলিশ সুপারিনটেনডেন্ট অমিত কুমার আনন্দ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। অমিত কুমার জানিয়েছেন, "সোমবার সকাল ১১টা ৫০ নাগাদ বিস্ফোরণটি ঘটেছে। পুলিশ এবং দমকল বাহিনী মিলে উদ্ধারকাজ চালাচ্ছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে"।
আতরাসি কালান গ্রামের সালোনি (২০), ইন্দ্রাবতী (৩৫), মোনা (২১), বিশাল কুমার (১৮), মতি নগরের পূজা কুমারী (২৭), পাপসারা গ্রামের সোনিয়া (৩৮), পূজা (৩২), মঙ্গুপুরার নাজরীন (২৫) এবং মতিনগরের পূজা রানী (২৯) আহত হয়েছেন। সোনিয়া এবং নাজরীনকে চিকিৎসার জন্য মোরাদাবাদ উচ্চ হাসপাতাল কেন্দ্রে পাঠানো হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন