মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি সংগৃহীত

আজ নীতি আয়োগের বৈঠক এড়িয়ে যেতে পারেন মমতা ব্যানার্জি

মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও নীতি আয়োগের ষষ্ঠতম বৈঠকে উপস্থিত থাকবেন না পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

আজ নীতি আয়োগের পরিচালনা পরিষদের বৈঠকে সম্ভবত যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এই বৈঠক হবে।

নাম প্রকাশ না করার শর্তে তৃণমূলের এক শীর্ষ স্থানীয় নেতা শুক্রবার সংবাদসংস্থাকে জানিয়েছেন, "২০ ফেব্রুয়ারি নীতি আয়োগের বৈঠকে নাও থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।" এর আগেও নীতি আয়োগের একাধিক বৈঠক এড়িয়ে গেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, এই বৈঠকগুলো "ফলহীন"। তাঁর অভিযোগ, এই পরিচালন পর্ষদের কোনো আর্থিক ক্ষমতা নেই এবং রাজ‍্যের পরিকল্পনাকে সমর্থন করতে পারবে না।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নীতি আয়োগের এই ষষ্ঠতম বৈঠকে কৃষি, সামগ্রিক পরিকাঠামো, উৎপাদন ও মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এই বৈঠকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রথমবারের জন্য অংশ নিতে চলেছে লাদাখ এবং জম্মু-কাশ্মীর।

সূত্র মারফত আরও জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও নীতি আয়োগের ষষ্ঠতম বৈঠকে উপস্থিত থাকবেন না পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তাঁর পরিবর্তে রাজ‍্যের অর্থমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকবেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in