কংগ্রেসের সভাপতি নির্বাচনের আগে 'অফিসিয়াল প্রার্থী'র তকমা খারিজ মল্লিকার্জুন খাড়গের

মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস হাইকমান্ড এবং গান্ধীদের অফিসিয়াল প্রার্থী কিনা জানতে চাওয়া হলে, খড়গে বলেন - 'এটি মিডিয়ার তৈরি একটি ধারণা।'
মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়া গান্ধী
মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়া গান্ধীছবি - ট্যুইটার
Published on

আগামী ১৭ অক্টোবর কংগ্রেসে সভাপতি নির্বাচন। তাঁর আগেই তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ মল্লিকার্জুন খাড়গে। বুধবার, ইন্ডিয়া টুডেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দলের শীর্ষ পদের জন্য কোনও অফিসিয়াল প্রার্থী নেই৷ আমি কেবল একজন তৃণমূল স্তরের কর্মী৷ দলের অনেক নেতা আমাকে বেছে নিয়েছেন। তাঁরাই আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছেন।

তিনি (মল্লিকার্জুন) কংগ্রেস হাইকমান্ড এবং গান্ধীদের অফিসিয়াল প্রার্থী কিনা জানতে চাওয়া হলে, খড়গে বলেন- 'এটি মিডিয়ার তৈরি একটি ধারণা।'

সাক্ষাৎকারে মল্লিকার্জুন খাড়গে বলেন, 'দলের সিনিয়র নেতারা, PCC সভাপতি ও অন্যন্যরা আমাকে ফোন করেছিলেন। তারা বলেন, যদি গান্ধী পরিবার আসরে (নির্বাচনে) না থাকে, তাহলে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। তাঁদের অনুরোধেই আমি প্রতিদ্বন্দ্বিতা করছি।'

খাড়গে বলেন, 'আমি তাঁর (সোনিয়া গান্ধী) সঙ্গে দেখা করিনি। সেই সময় (নমিনেশন জমা দেওয়ার আগে) তিনিও কারো সাথে দেখা করেননি। শুধু রাজস্থান সংকটের সময় একটি রিপোর্ট জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে দেখা করেছি।'

কেন তিনি কংংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন?

খাড়গের জবাব, 'দলীয় নেতারাই বলেছেন যে, আমাকে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কারণ- মূল্যস্ফীতি, বেকারত্ব, স্বাশাসিত সংস্থার (ED ও CBI) অপব্যবহারের বিরুদ্ধে এবং সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য আদর্শিক লড়াই দরকার। তাঁরাই চেয়েছেন একজন ক্যাডার-ভিত্তিক লোক, যিনি দীর্ঘদিন ধরে দলে কাজ করেছেন।'

তিনি কি 'রিমোট কন্ট্রোল' কংগ্রেস সভাপতি হবেন?

প্রথম থেকেই গান্ধী পরিবারের প্রতি অনুগত কংগ্রেসম্যান হলেন খড়গে। ইউপিএ সরকারের আমলে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে একাধিক ভূমিকা পালন করেছেন। সভাপতি পদে তাঁর মনোনয়নের পর থেকেই প্রশ্ন উঠেছে, তিনি কি 'রিমোট কন্ট্রোল' কংগ্রেস সভাপতি হবেন এবং আর দলের সিদ্ধান্ত নেবেন গান্ধী পরিবারের কোনও সদস্য?

এই অভিযোগের জবাবে খড়গে বলেন, "সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আমার নেতা। তারা দলের জন্য লড়াই করেছেন। অনেক নেতাই তাঁর (সোনিয়া গান্ধীর) আগে দলের জন্য লড়াই করেছেন। তারাও সোনিয়া গান্ধীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন। এখন তারা বলছে 'রিমোট কন্ট্রোল' শাসন ব্যবস্থা চালাচ্ছে গান্ধী পরিবার। আসলে আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিই।'

কংগ্রেসের মুখ কে হবেন?

মল্লিকার্জুন খাড়গে বলেন, 'এটা পরে আসবে। এখন আমি নির্বাচনে লড়ছি। এটি দলের একটি অভ্যন্তরীণ নির্বাচন। আমি যদি নির্বাচিত হই, আমি গান্ধী পরিবারসহ সমস্ত নেতাদের সাথে পরামর্শ করব। ২০ বছর ধরে, তিনি (সোনিয়া গান্ধী) কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাকে সবার সাথে পরামর্শ করতে হবে।'

মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়া গান্ধী
Congress President: কংগ্রেস সভাপতি পদে খাড়গে বনাম থারুরের লড়াই - দেশ জুড়ে ৬৭ বুথ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in