
মহারাষ্ট্রে ১০০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। অভিযোগ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তার পরিবারের সদস্যদের সাথে জড়িত এই সম্পত্তি। সূত্রানুসারে, মুম্বাইয়ের বিখ্যাত নরিমান পয়েন্টের নির্মল টাওয়ার সহ মোট পাঁচটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একটি চিনির কারখানা ও একটি রিসর্টও বাজেয়াপ্ত করা হয়েছে।
অজিত পাওয়ার ও তাঁর পরিবার এই বেনামী সম্পত্তির সুবিধাভোগী বলে আয়কর বিভাগের সূত্রে দাবি। এই সম্পত্তিগুলি বেআইনিভাবে কেনা হয়েছিল বলেও অভিযোগ। প্রসঙ্গত, গতমাসে অজিত পাওয়ারের আত্মীয়দের বাড়ি এবং ফার্মগুলিতে হানা দিয়েছিল আয়কর দপ্তর।
অবশ্য বেআইনিভাবে সম্পত্তি কেনার কথা অস্বীকার করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি বলেন – “আমার সঙ্গে জড়িত সমস্ত সম্পত্তির নিয়মিত সঠিক কর দেওয়া হয়”। তিনি আরও বলেন – “যেহেতু আমি অর্থমন্ত্রী, আমি ট্যাক্স সম্পর্কে সচেতন। আমার সাথে যুক্ত সমস্ত সংস্থা ট্যাক্স দিয়েছে”।
কেন্দ্রীয় সংস্থা অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন – “আমি বিরক্ত, কারণ আমার বোনেরা, যাদের ৩৫-৪০ বছর আগে বিয়ে হয়েছে, তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। যদি তাদের শুধুমাত্র অজিত পাওয়ারের আত্মীয় হিসাবে অভিযান চালানো হয়, তবে মানুষকে অবশ্যই এটি সম্পর্কে ভাবতে হবে”।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি প্রধান শরদ পাওয়ার বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে অপব্যবহার করা অভিযোগ এনেছেন। তিনি বলেন – “আমরা তদন্তকারীদের ভয় পাই না। মনে করে দেখুন, ২০১৯ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কীভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমাকে একটি নোটিশ পাঠিয়েছিল। যদিও আমি কখনও ব্যাঙ্ক থেকে ঋণই নিইনি। তারপর ভোটে মহারাষ্ট্র তাদের উপযুক্ত শিক্ষাও দিয়েছে”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন