

বুধবার বিকেল ৫টার মধ্যে শিবসেনার পক্ষ থেকে দলের সমস্ত বিধায়ককে জরুরি এক বৈঠকে যোগ দেবার নির্দেশ দেওয়া হলো। হোয়াটস অ্যাপ, ইমেল এবং এসএমএস মারফৎ এই নির্দেশ পাঠানো হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ি বর্ষা-তে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কোভিড আক্রান্ত উদ্ধব ঠাকরে সম্ভবত এই বৈঠকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উপস্থিত থাকবেন।
শিবসেনার পক্ষ থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, যদি আপনারা আজকের বৈঠকে উপস্থিত না হন তাহলে ধরে নেওয়া হবে আপনি দলে থাকতে চাইছেন না এবং সেক্ষেত্রে আপনার দলীয় সদস্যপদ বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এদিনই দুপুরে মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং-এ এক বৈঠক করেন। যে বৈঠকে ১১টি ইস্যুতে আলোচনা হয়েছে। যদিও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কোনো আলোচনা হয়নি বলে জানানো হয়। অবশ্য এই বৈঠকের পরেই বিকেল ৫টার বৈঠকের চিঠি দেওয়া হয়।
উল্লেখ্য, গত সোমবার বিকেল থেকে মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। শিবসেনা নেতা এবং রাজ্যের মন্ত্রী একনাথ শিন্ধে সেদিনই প্রায় ২৫ জন দলীয় বিধায়ক সঙ্গে নিয়ে সুরাট চলে যান। এরপরেই রাজনৈতিক তৎপরতা বাড়ে মহারাষ্ট্রে। বুধবার সকালে শিবসেনা মুখপাত্র এক ট্যুইটে জানান, বর্তমান পরিস্থিতিতে রাজ্য বিধানসভা ভেঙে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।
বিদ্রোহী শিবসেনা নেতা ও মন্ত্রী একনাথ শিন্ধে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর দলত্যাগ করার কোনো সম্ভাবনা নেই। তিনি বালাসাহেব ঠাকরের আদর্শে বিশ্বাসী। শিন্ধের এই বিবৃতির পরেই কোনো কোনো মহল থেকে মহারাষ্ট্রে শিবসেনা বিজেপি জোট সরকারের জল্পনা শুরু হয়।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন