ওদের হিন্দুত্ব গরু ও গোমূত্রতেই সীমাবদ্ধ, BJP-কে তীব্র কটাক্ষ ঠাকরের

জাতীয় নির্বাচন কমিশনকেও কটাক্ষ করেন ঠাকরে বলেন, 'এই বিশাল সমাবেশ দেখে, পাকিস্তানও বলতে পারত আসল শিবসেনা কারা.. কিন্তু, একমাত্র মোদী-নিযুক্ত ভারতের নির্বাচন কমিশন (ECI) তা বুঝতে পারেনি।'
উদ্ধব ঠাকরে
উদ্ধব ঠাকরেফাইল ছবি

‘রাজ্যে যেকোনও মুহূর্তেই নির্বাচন হতে পারে। আমাদের দল নির্বাচনের জন্য প্রস্তুত। মামলাটি এখনও সুপ্রিম কোর্টে রয়েছে। আশা করছি, আমাদের স্বপক্ষেই রায় দেওয়া হবে। এরপরে যে কোনও সময়ে যা কিছু ঘটতে পারে।’ রাজ্যে এনসিপির নেতা অজিত পওয়ারের দলবদলের জল্পনার মাঝে এই মন্তব্য করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

শুধু তাই নয়, হিন্দুত্ব নিয়ে শাসকদল বিজেপি-কেও খোঁচা দিয়েছেন তিনি। রবিবার, জলগাঁও জেলায় এক জনসমাবেশে শিবসেনা-ইউবিটি সভাপতি উদ্ধব ঠাকরে বলেন, ‘হিন্দুত্ব স্বার্থপরতার বিষয় নয়। এটি জাতীয়তাবাদী (একটি) বিষয়। হিন্দুত্ব কী, বিজেপি তা বোঝে না। তাদের হিন্দুত্ব হল গরু এবং গোমূত্রকে কেন্দ্র করে।’

হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলে এদিন ঠাকরে বলেন, ‘আমি হিন্দুত্ব ত্যাগ করিনি এবং কখনই তা করবো না।... আমাকে এমন একটি উদাহরণ দেখান, যেখানে আপনার মনে হয়েছে যে আমি হিন্দুত্ব ত্যাগ করেছি।’

বিজেপিকে নিশানা করে তিনি বলেন, 'বিরোধী দলের নেতা-নেত্রীদের হেনস্থা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সাহায্য নেওয়া হচ্ছে। বিশেষ করে মহিলা নেত্রীদের আক্রমণ করার জন্য গুন্ডাদের ছেড়ে দেওয়া হয়েছে। এই হিন্দুত্ব 'আমাদের হিন্দুত্ব নয়'।

ঠাকরে বলেন, 'বিজেপি কি আমাদের সামনে চ্যালেঞ্জ?- এই প্রশ্ন লোকেরা আমাকে করে থাকেন। আমি তাঁদেরকে বলি, বিজেপি কোনও চ্যালেঞ্জ নয়। আমাদের সামনে আসল চ্যালেঞ্জ হল, বিজেপি দেশের যে ক্ষতি করছে - তা আমরা কীভাবে পূরণ করব।'

রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে লক্ষ্য করে ঠাকরে প্রশ্ন তুলে বলেন, 'আপনার দলে (বিজেপি) যোগদানকারী সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেরা কীভাবে স্বচ্ছ হয়ে যায়?'

জাতীয় নির্বাচন কমিশনকেও কটাক্ষ করেন ঠাকরে। তিনি বলেন, 'এই বিশাল সমাবেশ দেখে, পাকিস্তানও বলতে পারত আসল শিবসেনা কারা.. কিন্তু, একমাত্র মোদী-নিযুক্ত ভারতের নির্বাচন কমিশন (ECI) তা বুঝতে পারেনি।'

মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকেও নিশানা করেন প্রাক্তন শিবসেনা প্রধান। তিনি বলেন, 'কিছু বিশ্বাসঘাতক আর চোরেরা মনে করছে - তাঁরাই শিবসেনা। দেখতে থাকুন, শীঘ্রই আপনারা ভস্মীভূত হবেন। করোনাভাইরাসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল। মহারাষ্ট্রে তা আমরা মোকাবিলাও করেছিলাম। কিন্তু, এখন এই সরকার নিজেই রাজ্যের জন্য বিপর্যয় হিসাবে দেখা দিয়েছে।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in