Maharashtra: ‘আসুন, সকলে নতুন নির্বাচনের মুখোমুখি হই’ - সিন্ধে-BJPকে একযোগে চ্যালেঞ্জ উদ্ধবের
মহারাষ্ট্রে নতুন করে নির্বাচনে মুখোমুখি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী একনাথ সিন্ধে ও বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
শুক্রবার, সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ‘আসুন সবাই নতুন নির্বাচনের মুখোমুখি হই এবং জনগণকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দিন। আমি যেমন পদত্যাগ করেছি, নৈতিক কারণে মুখ্যমন্ত্রীর (একনাথ সিন্ধের)ও পদত্যাগ করা উচিত।’
গতকালই, উদ্ধব ঠাকরের মহারাষ্ট্রের ক্ষমতা ফিরে পাওয়ার সব সম্ভাবনা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত রায়ে জানিয়েছে, ‘যেহেতু আস্থাভোটে অংশ না নিয়েই পদত্যাগ করেছিলেন উদ্ধব ঠাকরে, তাই তাঁর সরকারকে পুনর্বহাল করা সম্ভব নয়।’
সুপ্রিম কোর্টের এই রায়ের একদিন পরেই, সিন্ধে ও বিজেপিকে ‘নতুন করে নির্বাচনে’ নামার চ্যালেঞ্জ ছুঁড়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব।
গত বছর যে সব শিবসেনা বিধায়ক ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিল, এদিন তাঁদের অযোগ্য ঘোষণার দাবি জানান তিনি। এজন্য বিধানসভার স্পিকারের উপরেও চাপ বাড়িয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এদিন উদ্ধব ঠাকরে বলেন, ‘স্পিকার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না নেন, তাহলে আমরা আবারও সুপ্রিম কোর্টে যাব। আপাতত, স্পিকার বিদেশে আছেন। তিনি ফিরে এলে শীঘ্রই তাঁকে একটি সিদ্ধান্ত তাকে নেওয়া উচিত।’
প্রসঙ্গত, এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, ‘গত বছরের জুনে তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য সিন্ধে-সহ ১৬ জন বিধায়ককে অযোগ্য ঘোষণা করা যায় না। যতদিন না বৃহৎ কোনও বেঞ্চ এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন বিধায়কপদ বাতিল করার অধিকার শুধু স্পিকারের হাতেই থাকবে।’
এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন প্রাক্তন শিবসেনা প্রধান। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বলতে চাই, দেশে একটি 'উলঙ্গ নৃত্য' চলছে, এবং এটি আপনার বন্ধ করা উচিত। মহারাষ্ট্রের নামকে সারা বিশ্বে কলঙ্কিত করার চেষ্টা চলছে, যা কখনই কাম্য নয়।’
গতকাল বৃহস্পতিবার, উদ্ধব ঠাকরের ক্ষমতায় ফেরার সম্ভাবনা খারিজ করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, ‘গত ৩০ জুন, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য যে 'ফ্লোর টেস্ট' ডেকেছিলেন মহারাষ্ট্রের তৎকালীন রাজ্যপাল ভগৎ সিং কেশিয়ারি, তা বৈধ ছিল না। সেক্ষেত্রে বড় ভুল করেছিলেন রাজ্যপাল।’
আর, আদালতের এই রায়কে হাতিয়ার করে প্রাক্তন রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকরে। শুক্রবার তিনি বলেন, ‘ভগত সিং কোশিয়ারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে, অন্যরা বেআইনি কিছু করবে না।’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন