Madhya Pradesh: বিজেপিতে বিদ্রোহের আগুন! কংগ্রেসে যোগ দিলেন MLA প্রদীপ লারিয়ার ভাই

শুধু লারিয়া পরিবার নয়। গত কয়েক মাসে গেরুয়া ছেড়ে কংগ্রেসের হাত ধরেছে বেশ কয়েকটি পুরানো বিজেপি পরিবারের সদস্যরা।
হেমন্ত লারিয়া
হেমন্ত লারিয়াফাইল চিত্র

নির্বাচনমুখী মধ্যপ্রদেশে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে এবার বিজেপি পরিবারে। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন- নারিয়াওয়ালি কেন্দ্রের তিনবারের বিজেপি বিধায়ক প্রদীপ লারিয়া (Pradeep Lariya)-র ভাই হেমন্ত লারিয়া (Hemant Lariya)। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছেন কয়েকশ বিজেপি কর্মী-সমর্থক। আর, এই ঘটনার ফলে পুরানো বিজেপি পরিবারে ফাটল দেখা দিয়েছে।

মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীরা যেভাবে কংগ্রেসে যোগ দিচ্ছেন, তা বিজেপির জন্য বড় ধাক্কাও বলে মনে করছে রাজনৈতিক মহল।

জানা যাচ্ছে, ২০২২ সালের জুন মাসে- পৌর নির্বাচনে নারিয়াওয়ালি জেলার মাক্রোনিয়া থেকে টিকিট চেয়েছিলেন হেমন্ত লারিয়া। কিন্তু, তা প্রত্যাখ্যান হওয়ার পরেই রাজ্য বিজেপি নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ হন তিনি। সেই রেশ এখনও বহমান।

সূত্রের খবর, গত রবিবার (২১ জুন), ভোপালে কংগ্রেসের রাজ্য সভাপতি কমল নাথ ও সিনিয়র কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি।      

কংগ্রেসে যোগদানের পরেই, ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি সরকারকে নিশানা করেন তিনি। এদিন হেমন্ত লারিয়া বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কিন্তু আমার নারিয়াওয়ালি বিধানসভা কেন্দ্রে, একটি রাস্তা পরপর তিনবার নির্মিত হয়েছে।’ আসলে, তিনি এই তির্যক মন্তব্য করেছেন তাঁর নিজের বিধায়ক ভাইকে লক্ষ্য করেই।

উল্লেখযোগ্যভাবে, সাগর জেলার নারিয়াওয়ালি বিধানসভা কেন্দ্র হল বিজেপি’র শক্ত ঘাঁটি। ২০০৩ সাল থেকে এটি ধরে রেখেছে গেরুয়া শিবির। এমনকি, গত তিনবার এই কেন্দ্র থেকেই জিতেছেন MLA প্রদীপ লারিয়া। এবার, তাঁরই ভাই যোগ দিলেন প্রতিপক্ষ কংগ্রেস শিবিরে।

জানা যাচ্ছে, শুধু লারিয়া পরিবার নয়। গত কয়েক মাসে গেরুয়া ছেড়ে কংগ্রেসের হাত ধরেছে বেশ কয়েকটি পুরানো বিজেপি পরিবারের সদস্যরা।

প্রথমত, গত ২২ মার্চ, কংগ্রেসে যোগ দিয়েছেন- অশোক নগর জেলার প্রাক্তন বিজেপি বিধায়ক রাও দেশরাজ সিং যাদবের ছেলে রাও যাদবেন্দ্র সিং যাদব (Rao Yadvendra Singh Yadav)।

এরপর, এপ্রিল মাসে কংগ্রেসে যোগ দেন প্রাক্তন বিজেপি সাংসদ মাখনসিং সোলাঙ্কি (Makhansing Solanki), যিনি আবার হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুমের সোলাঙ্কি (Sumer Solanki)’র কাকা।  

তবে, বিজেপি শিবিরে সবথেকে বড় ধাক্কা আসে গত ৬ মে। এদিন বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কৈলাশ যোশীর ছেলে তথা প্রাক্তন মন্ত্রী দীপক যোশী (Deepak Joshi)।

শুধু তাই নয়, গত পাঁচ মাস আগে অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বরে, গুনা লোকসভা কেন্দ্রে প্রথম বিজেপি সাংসদ ডঃ কে.পি. সিং যাদবের ভাই অজয় পাল সিং যাদব (Ajay Pal Singh Yadav)-ও যোগ দিয়েছেন কংগ্রেসে।

হেমন্ত লারিয়া
২০০০ টাকার নোট শুধুমাত্র কালো টাকার রক্ষকদের সাহায্য করেছে, বিস্ফোরক চিদাম্বরম

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in