
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। প্রায় সব রাজ্যেই ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সংক্রমণ। এর মাঝেই মধ্যপ্রদেশে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন উঠলো খোদ বিজেপি বিধায়কদের মধ্যে থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজে তাঁরা একেবারেই সন্তুষ্ট নন বলেই তাঁদের অভিমত। শুধুমাত্র দলের অন্দরেই নয়, এবার তাঁরা মুখ খুলতে শুরু করেছেন বাইরেও।
গত ১৮ এপ্রিল থেকে মধ্যপ্রদেশে শুরু হয়েছে জনতা কার্ফু। যা শেষ হবার কথা ছিলো আজ ৭মে। যদিও সেই কার্ফু বাড়ানো হয়েছে আগামী ১৫ মে পর্যন্ত। রাজ্যের বিজেপি বিধায়কদের বড়ো অংশের অভিমত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সম্পূর্ণ লকডাউন প্রয়োজন। ইতিমধ্যেই একাধিক বিধায়ক এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। যাঁদের চিঠিতে হাসপাতালে অব্যবস্থার কথা, অক্সিজেন সংকটের কথা উঠে এসেছে। তাঁরা আরও জানিয়েছেন এই পরিস্থিতিতেও বেসরকারি হাসপাতালগুলো রোগীদের কাছ থেকে অনেক বেশি চার্জ নিচ্ছে।
একাধিক বিজেপি বিধায়কের অভিযোগ, ভার্চুয়াল মিটিং-এর নামে তামাশা হচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে না। করোনা পরিস্থিতির অব্যবস্থা নিয়ে বেশি কিছু বলতে গেলে তাঁদের গায়ে বিদ্রোহী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ একাধিক বিজেপি বিধায়কের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন