মধ্যপ্রদেশে মর্মান্তিক এক দুর্ঘটনায় মৃত্যু হল ৯ বালকের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। রাজ্যের সাগর জেলার শাহপুরের এক মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন হঠাৎ এক পাঁচিল ভেঙে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের সকলেরই বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। সাগরের ডিভিশনাল কমিশনার সংবাদ সংস্থাকে এই তথ্য জানিয়েছেন।
ঘটনার খবর পেতেই দ্রুই ওই অঞ্চলে পৌঁছান জেলা কালেক্টর সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই ওই অঞ্চল থেকে ধ্বংসস্তূপ সরানো হয়েছে।
জানা গেছে, মধ্যপ্রদেশের সাগর জেলার শাহপুরের নির্মীয়মাণ ওই মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন আচমকাই পাশের একটি পাঁচিল ভেঙে পড়ে। মৃত ৯ বালক সহ অনেকেই চাপা পড়ে যায় পাঁচিলের তলায়। স্থানীয়রাই দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং অনেককে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে। অন্য একটি সূত্র অনুসারে গত কয়েকদিন ধরেই ওই অঞ্চলে ভারী বৃষ্টি চলছিল। অতি বৃষ্টির কারণেই পুরোনো এক দেওয়াল ভেঙে পড়ে।
ইতিমধ্যেই স্থানীয় পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এর আগে গতকাল শনিবার মধ্যপ্রদেশের রেওয়া জেলাতে এক বাড়ির দেওয়াল ভেঙে চার শিশুর মৃত্যু হয়। ওই শিশুরা স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন