Madhya Pradesh: দুর্নীতির অভিযোগ তোলায় হুমকি ফোন - নিরাপত্তার দাবি জানালেন IAS অফিসার

সোশ্যাল মেসেজিং অ্যাপ সিগন‍্যাল-এ আইএএস অফিসারদের ব‍্যক্তিগত গ্রুপে বেশ কিছু রাজ‍্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন ২০১৪ ব‍্যাচের এই আইএএস অফিসার লোকেশ কুমার জাঙ্গিড়।
লোকেশ কুমার জাঙ্গিড়
লোকেশ কুমার জাঙ্গিড়ফাইল ছবি সংগৃহীত
Published on

বেশ কিছু উচ্চপদস্থ সরকারি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর পুলিশি সুরক্ষার দাবি জানালেন মধ‍্যপ্রদেশের এক আইএএস অফিসার। তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই অফিসার।ফ

সোশ্যাল মেসেজিং অ্যাপ সিগন‍্যাল-এ আইএএস অফিসারদের ব‍্যক্তিগত গ্রুপে বেশ কিছু রাজ‍্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন ২০১৪ ব‍্যাচের এই আইএএস অফিসার লোকেশ কুমার জাঙ্গিড়। গ্রুপে লেখা অফিসারের এই মেসেজ বাইরে ফাঁস হয়ে যায়। ইতিমধ্যেই এই পোস্টের জেরে রাজ‍্য সরকারের তরফ থেকে লোকেশ জাঙ্গিড়কে নোটিশ পাঠানো হয়েছে।

মধ্যপ্রদেশ ডিজিপি ভিভেক জোহরিকে লেখা চিঠিতে লোকেশ জাঙ্গিড় জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১.৫০ নাগাদ তাঁর মোবাইলে সিগন্যাল মেসেজিং অ্যাপে একটি অজানা নম্বর থেকে কল আসে। অজানা ব‍্যক্তিটি তাঁকে হুমকি দিয়ে বলেন তিনি যেন দুর্নীতির বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনো কথা না বলেন এবং তিনি যদি তাঁর ছেলে ও পরিবারের পরোয়া করেন তাহলে যেন ছয় মাসের জন্য ছুটিতে চলে যান। ভোপাল পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।

সিগন্যালে আইএএস অফিসারদের গ্রুপে লোকেশ জাঙ্গিড় অভিযোগ করেছেন দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার জন্য তাঁকে বারবার বদলি করা হচ্ছে। সাড়ে চার বছরে মোট নয়বার বদলি করা হয়েছে তাঁকে।

এই মেসেজ ফাঁস হওয়ার পর "অনিয়মের" অভিযোগে লোকেশ জাঙ্গিড়কে নোটিশ পাঠিয়েছে রাজ‍্য সরকার। এক সপ্তাহের মধ্যে এই নোটিশের জবাব তলব করা হয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in