প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীফাইল ছবি সংগৃহীত

Maan ki Baat: ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে, দাবি প্রধানমন্ত্রী মোদীর

ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। এ বছর ৪০০ বিলিয়ন ডলারের রপ্তানির পরিসংখ্যান অতিক্রম করেছে ভারত। যা সব দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
Published on

বছরের শেষ 'মন কি বাতে' অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক প্রগতির কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ২০২২ বছরটি ভারতের কাছে বহু দিক থেকেই অনুপ্রেরণামূলক। ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। এ বছর ৪০০ বিলিয়ন ডলারের রপ্তানির পরিসংখ্যান অতিক্রম করেছে ভারত। যা সব দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শুধু তাই নয়, দেশ কীভাবে করোনার মোকাবিলা করেছে- সে কথা উল্লেখ করেন মোদী। টিকাকরণের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ২০২২ সালে ভারতে ২২০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। এটি একটি অবিশ্বাস্য পরিসংখ্যান। রেকর্ডের দিক থেকেও এটি একটি ল্যান্ডমার্ক।

এছাড়া, খেলাধুলার ক্ষেত্রে, বিশেষ করে কমনওয়েলথ গেমস-এ ভারত যে সাফল্য পেয়েছে, সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'খেলাধুলায়, তা কমনওয়েলথ গেমস হোক বা মহিলা হকি দলের জয়, সকল ক্ষেত্রেই আমাদের যুবশক্তি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে।'

এদিন - 'কালাজ্বর' নিয়ে চ্যালেঞ্জের কথাও বলেন মোদী। তিনি বলেন, এই রোগের পরজীবী স্যান্ড ফ্লাইয়ের হুল দিয়ে ছড়ায়। কারো কালাজ্বর হলে, মাসের পর মাস জ্বর থাকে, রক্তশূন্যতা থাকে, শরীর দুর্বল হয় এবং ওজনও কমে যায়। এই রোগটি শিশু থেকে বৃদ্ধ সবারই হতে পারে। কিন্তু সকলের প্রচেষ্টায় কালাজ্বর নামের এই রোগটি এখন দ্রুত নির্মূল হতে চলেছে।

তিনি বলেন, 'কিছুকাল আগে পর্যন্ত কালাজ্বরের আতঙ্ক চারটি রাজ্যের ৫০টিরও বেশি জেলায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু এখন এই রোগ বিহার ও ঝাড়খণ্ডের মাত্র চারটি জেলায় সীমাবদ্ধ। আমি নিশ্চিত, মানুষের শক্তি ও সচেতনতার মাধ্যমে বিহার ও ঝাড়খণ্ডের এই চারটি জেলা থেকেও 'কালাজ্বর' নির্মূল হবে।'

একইসঙ্গে, করোনা সংক্রমণ থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, 'আপনারাও দেখছেন, বিশ্বের একাধিক দেশে আবার করোনা বাড়ছে। তাই মাস্ক, হাত ধোয়ার মতো সাবধানী পথ থেকে সরে যাবেন না। আমরা সাবধান থাকলেই- সুরক্ষিত থাকতে পারব। তা হলে উৎসবের আনন্দে গা ভাসাতে কোনও বাধার মুখেও পড়তে হবে না।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Write off Loans: মোদী জমানায় বেড়েছে অনাদায়ী ব্যাঙ্ক ঋণ - ৬ বছরে ১১.১৭ লক্ষ কোটি টাকা!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in