
মার্চের প্রথম দিনেই দুঃসংবাদ। দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। এছাড়া মাসের শুরুতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বদল আসতে চলেছে। যেগুলি হল – মিউচুয়াল ফাণ্ড সম্পর্কিত নিয়ম, ফিক্সড ডিপোজিট নিয়ম, ইউপিআই পেমেন্ট সংক্রান্ত নিয়ম এবং ব্যাঙ্ক ছুটি।
এক নজরে দেখে নিন কী কী পরিবর্তন আসতে চলেছে –
এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি –
দাম বৃদ্ধি হল এলপিজি সিলিন্ডারের। মার্চের ১ তারিখ থেকে সেই নয়া দাম কার্যকর হয়েছে। জানা যাচ্ছে, বাণিজ্যিক গ্যাস অর্থাৎ ১৯ কেজি গ্যাসের দাম ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। যার ফলে ১টি সিলিন্ডারের দাম ১৭৯৭ থেকে বেড়ে হয়েছে ১৮০৩ টাকা। ফেব্রুয়ারি মাসে এই গ্যাসের দাম কমানো হয়েছিল। তবে ১৪ কেজির ডোমেস্টিক সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়নি।
ফিক্সড ডিপোজিটের নিয়ম বদল –
মার্চের ১ তারিখ থেকে ফিক্সড ডিপোজিটে আসতে চলেছে নয়া নিয়ম। ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করা হচ্ছে। এর ফলে বিনিয়োগের আয় প্রভাবিত হতে পারে। এছাড়া ট্যাক্স ও টাকা তোলার পদ্ধতিতে প্রভাব পড়তে পারে।
মিউচুয়াল ফান্ডের নিয়ম বদল –
মার্চের শুরু থেকে মিউচুয়াল ফান্ডে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। সেবির নিয়মানুযায়ী, এবার থেকে বিনিয়োগকারীরা তাদের ডিম্যাট অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফাণ্ড পোর্টফোলিওতে ১০ জনকে নমিনেট করতে পারবেন।
ইউপিআই পেমেন্ট সিস্টেম –
এবার থেকে ইউপিআই পেমেন্টে আসতে চলেছে পরিবর্তন। নতুন নিয়মে ইউপিআই বিমা এএসবি পরিষেবা যুক্ত করা হচ্ছে। যার ফলে জীবন বিমা ও স্বাস্থ্য বিমা পলিসি হোল্ডাররা তাদের প্রিমিয়াম পেমেন্টের জন্য আগাম টাকা ব্লক করতে পারবেন। এই পরিবর্তনের ফলে বীমা প্রিমিয়াম পরিশোধ আরও সহজ হবে।
ব্যাঙ্ক ছুটি –
এই মার্চে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। এক নজরে ব্যাঙ্ক ছুটির তারিখগুলি –
২ মার্চ সাপ্তাহিক ছুটি রবিবার।
৭ মার্চ শুক্রবার মিজোরামের চাপচার কুট উৎসবের জন্য বন্ধ থাকবে সেখানকার ব্যাঙ্ক।
১৩ মার্চ বৃহস্পতিবার হোলির দহন এওং পোঙ্গালার জন্য উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খন্ড এবং কেরালায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ মার্চ হোলির জন্য আহমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ - অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ - তেলেঙ্গানা, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ মার্চ শনিবার হোলি/ ইয়াওসাং –এর দ্বিতীয় দিন ছুটি থাকবে আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল এবং পাটনায়। এছাড়া ওই দিন হোলি রয়েছে ত্রিপুরা, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু এবং মণিপুরে। সেকারণে সেই রাজ্যগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৬ মার্চ রবিবার।
২২ মার্চ চতুর্থ শনিবার।
২৩ মার্চ রবিবার।
২৭ মার্চ বৃহস্পতিবার শবি কাদের উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরে বন্ধ থাকবে।
১৮ মার্চ শুক্রবার জমাতুল-বিদার জন্য জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ।
৩০ মার্চ রবিবার।
৩১ মার্চ সোমবার ইদের জন্য বেশিরভাগ রাজ্যে রয়েছে সরকারি ছুটি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন