লোকসভা, রাজ্যসভা টিভি আর নয় - এবার হচ্ছে সংসদ টিভি

লোকসভা, রাজ্যসভা টিভি আর নয় - এবার হচ্ছে সংসদ টিভি
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

এখন থেকে আর লোকসভা টিভি ও রাজ্যসভা টিভি বলে আলাদা কিছু থাকবে না। দু'টি চ্যানেল জুড়ে একত্রিত হয়ে যাচ্ছে, যার নাম রাখা হয়েছে সংসদ টিভি। প্রাক্তন আইএএস আধিকারিক রবি কাপুরকে এই চ্যানেলের চিফ এক্সিকিউটিভ অফিসার বা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সংসদ টিভিতে রাজ্যসভা এবং লোকসভা অধিবেশন পৃথকভাবে সম্প্রচার করা হবে। সম্ভবত প্রশাসনিক প্রয়োজনে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লা দু'টি চ্যানেলকে একসঙ্গে করে একটি চ্যানেল হিসেবে সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

গত বছরের জুন মাসে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে, সংসদ এবং গণতন্ত্রের কাজকর্ম সম্পর্কে বিশদে সবার সামনে তুলে ধরার জন্য দুটি চ্যানেলকে একত্রিত করার ভাবনাচিন্তা হচ্ছে। আর তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। সূত্রের খবর, সংসদের অধিবেশন না থাকলে সেই সময় এই চ্যানেলটিতে বৃহত্তর স্বার্থে জনগণের প্রয়োজনীয় বিষয়সূচি সম্প্রচারিত হবে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in