করোনা পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন

আজ সোমবার রাত ১০টা থেকে আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত এই লকডাউন চলবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের মধ্যে মহারাষ্ট্রের পরেই সবথেকে বেশি বিপর্যস্ত দিল্লি।
দিল্লিতে করোনা পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হচ্ছে বেডের সংখ্যা
দিল্লিতে করোনা পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হচ্ছে বেডের সংখ্যাঅরবিন্দ কেজরিওয়ালের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

এবার করোনা সংক্রমণ প্রতিরোধে ৭ দিনের লকডাউন জারি হল দিল্লিতে। আজ সোমবার রাত ১০টা থেকে আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত এই লকডাউন চলবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের মধ্যে মহারাষ্ট্রের পরেই সবথেকে বেশি বিপর্যস্ত দিল্লি।

এদিনের ঘোষণা অনুযায়ী আগামী সাত দিন সমস্ত প্রাইভেট অফিসে ওয়ার্ক ফ্রম হোম ভিত্তিতে কাজ হবে। সমস্ত অত্যাবশ্যকীয় প্রতিষ্ঠান খোলা থাকবে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন এই লকডাউনের ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তিনি আরও বলেন – সরকার সমস্ত জনসাধারণের প্রতি নজর রাখবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই কঠোর বিধি চালু করতে সরকার বাধ্য হয়েছে।

উল্লেখ্য, সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর প্রকাশিত পরিসংখ্যান অনুসারে দিল্লিতে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২৫,৪৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ১৬১ জনের।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in