

সময় মোটেও ভালো যাচ্ছে না এলআইসি (LIC)-র বিনিয়োগকারীদের। চলতি সপ্তাহের শুরুতেই ধাক্কা খেয়েছে শেয়ার বাজার। এলআইসির শেয়ারের দাম ২৯.৫৯ শতাংশ কমে ৭০০ টাকার নীচে নেমে এসেছে। ফলে এই স্টকটিতে ১.৬৪ লক্ষ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা।
সোমবার দিনের শেষে এলআইসির শেয়ারের দাম দাঁড়িয়েছিল ৬৬৮ টাকা ২০ পয়সা। মঙ্গলবার, সকালে বাজার খুললে এলআইসি'র শেয়ার দাঁড়ায় ৬৬৪ টাকা ১০ পয়সা। দুপুর ২ টা নাগাদ কিছুটা বেড়ে তা পৌঁছায় ৬৭২ টাকা ২০ পয়সায়। যেখানে, গত ১৭ মে এলআইসি'র আইপিও (IPO)-র ইস্যু মূল্য ছিল ৯৪৯ টাকা। ১৭ মে শেয়ার বাজারে নথিভুক্ত হয় এলআইসি-র শেয়ার।
আইপিও-র দাম অনুসারে, তালিকাভুক্তির সময় এলআইসির মার্কেট ক্যাপিটাল ছিল ৬.২৪ লক্ষ কোটি টাকা। কিন্তু, বর্তমানে তা ৪.২৬ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে৷ অর্থাৎ এক মাসেরও কম সময়ে এলআইসির বিনিয়োগকারীরা ১.৬৪ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন।
বিশ্ব ও দেশীয় বাজারে ব্যাপক বিক্রির চাপের কারণে এলআইসিতে আরও বেশি বিক্রি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর প্রভাব আজ স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে এলআইসি'র শেয়ারে। তবে আগামী দিনে অ্যাঙ্কর বিনিয়োগকারীরা এলআইসি'র স্টক থেকে নিজেদের সরিয়ে নেন, তাহলে ভবিষ্যতে আরও পতন দেখতে পাওয়া যাবে এই স্টকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন