

তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীদের লাগাতার আন্দোলন মিডিয়ার নজরে না এলেও, এসেছে সাধারণ মানুষের নজরে। এমনটাই মনে করছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে ইয়েচুরি বলেন, মিডিয়া তো সবসময়ই দেখাতে চাইছে কোনও একজন বিরোধী নেতা হবেন। লড়াই হবে বিজেপি বনাম বিরোধীদের মধ্যে। আসলে বিরোধীরা ভারতীয় সংবিধানের পক্ষে দাঁড়াচ্ছে। এটা শুধু 'তু তু ম্যায় ম্যায়' অর্থাৎ তোমার বা আমার লড়াই না। এটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতীয় সাধারণতন্ত্রের অস্তিত্ব রক্ষার লড়াই।
সংবাদমাধ্যমে ইডি, সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, মোদি সরকারের কাছে আমাদের প্রশ্ন এটাই, বিগত ৭ বছর ধরে পশ্চিমবঙ্গে ঘটে চলা একের পর এক দুর্নীতির তদন্ত হয়নি কেন? ইডি, সিবিআই কী করছিল? সমস্ত তথ্য-প্রমাণ চোখের সামনে থাকা সত্ত্বেও সারদা, নারদা কেলেঙ্কারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা কী?
ইয়েচুরির কথায়, পশ্চিমবঙ্গে কী পরিমাণ দুর্নীতি হয়েছে তা সবাই জানেন। শুধু সিবিআই, ইডি জানত না! মোদী সরকারও জানত না! ঠিক এখান থেকেই স্পষ্ট যে, তৃণমূলের সাথে বিজেপির বোঝাপড়া রয়েছে। এখন যে তদন্তগুলি চলছে, সবই অত্যন্ত দেরিতে নেওয়া পদক্ষেপ।
তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গে সিপিআই(এম) নেতা আরও বলেন, রাজ্যের শাসক দলের অপশাসন এবং অপকর্মের বিরুদ্ধে বামেরা প্রতিবাদ করছে। পাহাড়-প্রমাণ দুর্নীতি মানুষের সামনে এসেছে। অন্যদিকে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে রাজনৈতিক শাসনক্ষমতা বজায় রাখার জন্য। তৃণমূলের দুর্নীতি বা অপশাসন নিয়ে তাঁদের কোনও ভ্রুক্ষেপ নেই।
একইসঙ্গে, ২০২৪ সালের লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের গণতন্ত্র ক্রমাগত আক্রান্ত হচ্ছে। তাই সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রকে রক্ষা করাই মূল লক্ষ্য। তাকে রক্ষা করতে গেলে সবার আগে বিজেপিকে সরকার ও রাষ্ট্রক্ষমতা থেকে দূরে সরাতে হবে। আগামী লোকসভা নির্বাচনের আগে সিপিআই(এম) সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ব্যাপক লড়াই করবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন