পশুখাদ্য কেলেঙ্কারির দুমকা মামলায় লালুপ্রসাদ যাদবের জামিনের আবেদন খারিজ
জামিন মিললো না আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের। শুক্রবার দুমকা পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ঝাড়খন্ড আদালতে আনা জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়।
আদালতের পক্ষ থেকে জানানো হয় কারাবাসের মেয়াদের অর্ধেক পূর্ণ হতে এখনও দু’মাস বাকি আছে। দু’মাস পরেই জামিনের জন্য আবেদন করা যেতে পারে। লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে দুমকা ট্রেজারি থেকে ৩.১৩ কোটি টাকা তুলে নেবার অভিযোগ ছিলো। যে অভিযোগ প্রমাণিত হওয়ায় আপাতত তিনি কারাবাস ভোগ করছেন।
এদিন বিচারপতি অপরেশ কুমার সিং বলেন এই মামলায় মোট শাস্তির অর্ধেক পূরণ হতে এখনও দু’মাস বাকি আছে। তাই আগামী দু’মাসের আগে জামিনের আবেদন করা যাবেনা।
২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে জেলে আছেন লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারির ৪টি মামলার তিনটিতে তিনি এর আগেই জামিন পেয়েছেন। বর্তমানে অসুস্থতার কারণে তিনি দিল্লি এআইআইএমএস-এ ভর্তি আছেন।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

