

গত ৩ মে বিচারবিভাগীয় হেপাজত থেকে ছাড়া পেয়ে দিল্লির এইমস থেকে লালুপ্রসাদ যাদব আপাতত নিজের মেয়ে মিসা ভারতীর দিল্লির বাড়িতে রয়েছেন। করোনা আবহে আপাতত লালুকে দলীয় কর্মীদের থেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদব পরিবারের তরফে। যদিও গৃহবন্দি অবস্থাতেই ফোনেই দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন লালু।
বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোর অবস্থান নিয়েও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পুরো খবর রাখছেন তিনি বলে খবর। ইতিমধ্যেই কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের অন্যতম অংশ হয়েও লালু বাম দলের নেতা, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সপা'৪ মুলায়ম সিং যাদব-অখিলেশ যাদব, ডিএমকের নেতাদের সহমর্মীতা পেয়েছেন। রবিবার এক ভার্চুয়াল মিটিং করে দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন।
সূত্রের খবর, দলের বিধায়কদের থেকে মতামত নিয়ে বিজেপির বিরুদ্ধে জাতীয় পর্যায়ে বিরোধী একতা তৈরিতে নীলনকশা তৈরি করবেন তিনি। যাতে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোট আরও শক্ত করা যায়। সহজেই অনুমেয়, উত্তরপ্রদেশ নির্বাচনে আরজেডি বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে। রাজ্যে সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। লালু আশা করছেন, এক্ষেত্রে তিনি বিরোধী মনোভাবকে কাজে লাগাতে পারবেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপির মতো আর্থিকভাবে জাতীয় শক্তিকে পরাজিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নিজেদের শক্তি প্রদর্শন করেছে। এবার আরজেডি সর্বভারতীয় পর্যায়ে বিজেপি-বিরোধী দলগুলোকে একত্রিত করতে কাজ করবে বলে মনে করা হচ্ছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন