লখিমপুর খেরির কৃষক হত্যার ঘটনায় বিচারবিভাগীয় কমিশন গঠন করলো উত্তরপ্রদেশ প্রশাসন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তব-এর ওপর।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে গত ৩ অক্টোবর লখিমপুর খেরির হিংসার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তব-এর নেতৃত্বে এক বিচারবিভাগীয় কমিশন গঠন করা হয়েছে।
আগামী ২ মাসের মধ্যে লখিমপুর খেরির ঘটনা নিয়ে বিচারবিভাগীয় কমিশনকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
গত ৪ অক্টোবর রাজ্য সরকার জানিয়েছিলো হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করা হবে। যিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করবেন। উল্লেখ্য লখিমপুর খেরির হিংসার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি-র ছেলে আশীষ প্রধান অভিযুক্ত।
- with agency input
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন