

লখিমপুর খেরি কান্ডে অভিযুক্ত আশিস মিশ্রের জামিন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিষ মিশ্রের জামিনের আবেদন খারিজ করেছে আদালত। ২০২১-এর লখিমপুর খেরি হত্যাকান্ডে অন্যতম প্রধান অভিযুক্ত আশিষ মিশ্র।
এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে বিচারপতি কৃষ্ণা পাহালের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন জানায়, যদি আশিষ মিশ্রকে জামিন দেওয়া হয় সেক্ষেত্রে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ আশিষ মিশ্রের জামিন মঞ্জুর করে। যদিও গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এই নির্দেশ খারিজ করে এবং এলাহাবাদ হাইকোর্টকে এই সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার নির্দেশ দেয়। এরপরেই আশিষ মিশ্রের পক্ষ থেকে নতুনভাবে জামিনের আবেদন করা হয়।
ইতিমধ্যেই এই ঘটনায় ১৪জন অভিযুক্তের বিরুদ্ধে প্রায় ৫০০০ পাতার চার্জশিট পেশ করেছে সিট।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে লখিমপুর খেরির ঘটনায় চার কৃষক এবং সাংবাদিক নিহত হন। তিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিষ মিশ্রের বিরুদ্ধে। অভিযোগ একটি গাড়ির সামনের আসনে বসে ছিলেন আশিষ মিশ্র।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন