

কর্ণাটকের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার ‘আরব শেখ’ লুক ভাইরাল। তাঁর ‘শেখ লুক’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমাধ্যে ভাইরাল হয়েছে, তৈরি হয়েছে বিতর্কও। প্রসঙ্গত, তিনি যখন মান্ডিয়া জেলায় কংগ্রেস নেতা মুনাওয়ার খানের বাড়িতে গিয়েছিলেন তখন এই পোশাকটি তিনি উপহার হিসাবে পেয়েছিলেন।
কংগ্রেসের সংখ্যালঘু পার্টি কর্মীরা বেজায় খুশি। সিদ্দারামাইয়া খোশ মেজাজে এটি পরার সাথে সাথে শুরু হয় উল্লাস ও হাততালি। একজন “দুবাই শেখ”-র লুকে দলীয় কর্মীদের সাথে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন তিনি। সময় কাটিয়েছেন মুনাওয়ার খানের পরিবারের সদস্যদের সঙ্গেও। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি ও ভিডিও।
সিদ্দারামাইয়া, আরএসএস-এর একজন সোচ্চার সমালোচক। তিনি তাঁর ইতিবাচক আচরণের জন্যও কর্ণাটকে পরিচিত। দলীয় কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। কংগ্রেস কর্মীরা তাঁর নতুন অবতারের প্রশংসা করলেও, বিজেপি এটিকে "সংখ্যালঘুদের সন্তুষ্ট করার কৌশল" বলে কটাক্ষ করেছে।
-With IANS inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন