Karnataka: বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার ‘আরব শেখ’ লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কংগ্রেস কর্মীরা তাঁর নতুন অবতারের প্রশংসা করলেও, বিজেপি এটিকে "সংখ্যালঘুদের সন্তুষ্ট করার কৌশল" বলে কটাক্ষ করেছে।
বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া
বিরোধী দলনেতা সিদ্দারামাইয়াভাইরাল ছবির স্ক্রিনশট
Published on

কর্ণাটকের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার ‘আরব শেখ’ লুক ভাইরাল। তাঁর ‘শেখ লুক’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমাধ্যে ভাইরাল হয়েছে, তৈরি হয়েছে বিতর্কও। প্রসঙ্গত, তিনি যখন মান্ডিয়া জেলায় কংগ্রেস নেতা মুনাওয়ার খানের বাড়িতে গিয়েছিলেন তখন এই পোশাকটি তিনি উপহার হিসাবে পেয়েছিলেন।

কংগ্রেসের সংখ্যালঘু পার্টি কর্মীরা বেজায় খুশি। সিদ্দারামাইয়া খোশ মেজাজে এটি পরার সাথে সাথে শুরু হয় উল্লাস ও হাততালি। একজন “দুবাই শেখ”-র লুকে দলীয় কর্মীদের সাথে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন তিনি। সময় কাটিয়েছেন মুনাওয়ার খানের পরিবারের সদস্যদের সঙ্গেও। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি ও ভিডিও।

সিদ্দারামাইয়া, আরএসএস-এর একজন সোচ্চার সমালোচক। তিনি তাঁর ইতিবাচক আচরণের জন্যও কর্ণাটকে পরিচিত। দলীয় কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। কংগ্রেস কর্মীরা তাঁর নতুন অবতারের প্রশংসা করলেও, বিজেপি এটিকে "সংখ্যালঘুদের সন্তুষ্ট করার কৌশল" বলে কটাক্ষ করেছে।

-With IANS inputs

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in