Kharge-Tharoor: আমাদের কাছে দেশ আগে, তবে কারও কাছে মোদী সকলের আগে - শশী থারুরকে খোঁচা খাড়্গের

People's Reporter: 'অপারেশন সিঁদুর'র সাফল্য নিয়ে 'দ্য হিন্দু'তে ব্যাখ্যা লেখেন শশী থারুর। সেখানে তিনি মোদী প্রসঙ্গে লেখেন, মোদীর তিনটি গুণ বিশ্ব মঞ্চে ভারতের একটি মূল সম্পদ হিসাবে উঠে এসেছে।
শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়্গে
শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়্গেছবি - সংগৃহীত
Published on

'অপারেশন সিঁদুর' পরবর্তী কূটনৈতিক সফর প্রসঙ্গে ব্যাখ্যা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছিলেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। আর এবার সাংসদের সেই মন্তব্য নিয়ে শশী থারুকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। তিনি বলেন, "আমাদের কাছে দেশ আগে। তবে কারও কারও কাছে মোদী সকলের আগে। তারপর দেশ"।

পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে ভারত 'অপারেশন সিঁদুর' অভিযান চালিয়েছে পাকিস্তানে। এরপর সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের বার্তা বিভিন্ন দেশের কাছে পৌঁছে দেওয়ার জন্য শাসক-বিরোধী সাংসদের সাতটি প্রতিনিধিদল বিভিন্ন দেশে পাঠিয়েছিল কেন্দ্র সরকার। সেই সফর শেষে সেটির সাফল্য নিয়ে 'দ্য হিন্দু'তে আর্টিকেল লেখেন শশী থারুর। সেখানে তিনি মোদী প্রসঙ্গে লেখেন, মোদীর তিনটি গুণ বিশ্ব মঞ্চে ভারতের একটি মূল সম্পদ হিসাবে উঠে এসেছে।

যা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে বিতর্ক। আর এবার কংগ্রেস সাংসদের সেই মন্তব্য প্রসঙ্গে বুধবার খাড়্গে বলেন, “আমি ইংরেজি ভাল পড়তে পারি না। শশী তারুরের ভাষা খুব সুন্দর। সেই জন্যই তাঁকে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটিতে রেখে দেওয়া হয়েছে"।

কংগ্রেস সভাপতি আরও জানিয়েছেন, দেশের জন্য আমরা সকলে একসঙ্গে রয়েছি। অপারেশন সিঁদুর নিয়ে আমরা সকলে একসঙ্গে রয়েছি। আমরা বলেছি, সব কিছুর আগে দেশ। কিন্তু কারও কারও কাছে আগে মোদী, তার পরে দেশ। এতে আমরা কী করতে পারি!”

বুধবার খাড়্গের এই মন্তব্য সামনে আসার পরেই সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন থারুর। যেখানে দেখা যাচ্ছে, গাছের ডালে একটি পাখি বসে রয়েছে। এবং ছবিটিতে লেখা রয়েছে, “ওড়ার জন্য কারও অনুমতি চেয়ো না। ডানা তোমার এবং আকাশের কোনও মালিক নেই"। এই আবহে যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে।

অন্যদিকে, শশী থারুর মোদীকে নিয়ে করা মন্তব্যের ইতিমধ্যেই ব্যাখ্যা দিয়েছেন। তাঁর দাবি, লেখাটিতে বিজেপিতে যোগ দেওয়ার কোনও ইঙ্গিত নেই। বরং দেশের স্বার্থে এবং জাতীয় ঐক্যের পক্ষের দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে কেবলমাত্র।

শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়্গে
Emergency 1975: আমরা ক্রমশ অঘোষিত জরুরি অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি - পিনারাই বিজয়ন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in