Kerala: NCERT-র পাঠ্যপুস্তকে বদল - বিকল্প বই প্রকাশের ভাবনা কেরালার বাম সরকারের

থিরুবনন্তপুরমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যের বাম সরকারের শিক্ষামন্ত্রী বলেন, যেভাবে RSS-এর পরিকল্পনা অনুসারে বিভিন্ন পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হচ্ছে তা মেনে নেবেনা কেরালা সরকার।
কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি
কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টিগ্রাফিক্স সুমিত্রা নন্দন

এনসিইআরটি-র বই থেকে বিভিন্ন বিষয় বাদ দেবার প্রতিবাদে সম্পূর্ণ অন্য পথ নিতে পারে কেরালার বাম সরকার। শনিবার কেরালা সরকারের শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি জানিয়েছেন, ‘এই পরিবর্তনের বিরুদ্ধে কেরালা সরকার বিকল্প বই আনবার বিষয়ে ভাবনাচিন্তা করছে।’

শনিবার থিরুবনন্তপুরমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যের বাম সরকারের শিক্ষামন্ত্রী বলেন, যেভাবে আরএসএস-এর পরিকল্পনা অনুসারে বিভিন্ন পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হচ্ছে তা কোনো অবস্থাতেই মেনে নেবেনা কেরালা সরকার।

এই প্রসঙ্গে শিবানকুট্টি বলেন, ‘কেরালা এই পরিবর্তন মানবে না… আমরা সমস্ত রাজ্যের প্রতিনিধি নিয়ে এনসিইআরটি-র পুনর্গঠনের দাবি জানাচ্ছি। যদি প্রয়োজন হয় কেরালা সব ক্ষেত্রে পরিবর্ত পাঠ্যপুস্তক প্রকাশের বিষয়ে ভাবনাচিন্তা করবে।’

এই মুহূর্তে জাতীয় শিক্ষানীতি অনুসারে এনসিইআরটি সমস্ত শিক্ষাবর্ষের জন্য নতুন বই প্রকাশ করছে।

এনসিইআরটি জানিয়েছে, শুধুমাত্র ইতিহাস বইতেই নয়, ছাত্রদের পঠনপাঠনের বোঝা কমাতে সমস্ত বিষয়ের বইতে বদল আনা হবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in