Kerala: কেরালা পুলিশের মধ্যে RSS-এর এক চক্র তৈরি হয়েছে - চাঞ্চল্যকর অভিযোগ CPI নেত্রী আনি রাজার

এদিন সিপিআই নেত্রী বলেন, কেরালা পুলিশের একটা অংশ মহিলাদের সম্পর্কে রাজ্য সরকারের ঘোষিত নীতির বিরুদ্ধে কাজ করছে। এটা হচ্ছে কারণ কেরালা পুলিশের মধ্যে আর এস এস-এর একটা চক্র কাজ করছে।
সিপিআই নেত্রী আনি রাজা
সিপিআই নেত্রী আনি রাজাফাইল ছবি, প্রোকেরালার সৌজন্যে

কেরালা পুলিশের মধ্যেই আর এস এস-এর এক চক্র তৈরি হয়েছে। বুধবার চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন বিশিষ্ট সিপিআই নেত্রি আনি রাজা। তাঁর আনা এই অভিযোগকে গুরুতর বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন সিপিআই নেত্রী বলেন, কেরালা পুলিশের একটা অংশ মহিলাদের সম্পর্কে রাজ্য সরকারের ঘোষিত নীতির বিরুদ্ধে কাজ করছে। এটা হচ্ছে কারণ কেরালা পুলিশের মধ্যে আর এস এস-এর একটা চক্র কাজ করছে।

আনি রাজার আরও দাবি, কেরালায় মহিলা এবং শিশুদের জন্য আলাদা এক দপ্তর খোলা বিশেষ প্রয়োজন।

এদিন রাজা জানান, বর্তমানে মহিলা ও শিশুকল্যাণ অন্য বিভাগের সঙ্গে যুক্ত করা আছে। আমরা রাজ্যের এলডিএফ-এর কাছে এই বিষয়ে আবেদন জানিয়েছি এবং আমরা আশা করি রাজ্য সরকার এই বিষয়ে আলাদা একটি মন্ত্রক তৈরি করবে এবং একজন মন্ত্রী নিযুক্ত করবে।

রাজ্যে মহিলাদের অবস্থা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে রাজা বলেন, পণের নামে রাজ্যে বহু মহিলা অত্যাচারের শিকার হচ্ছেন। এঁদের অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in