Kerala: রাজ্য বাজেটে ২০ হাজার কোটির কোভিড ফান্ড, ভ্যাকসিনের জন্য হাজার কোটি বরাদ্দ, নেই নতুন কর

২০,০০০ কোটি টাকার কোভিড প‍্যাকেজ, ১৫০ মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন তরল মেডিক্যাল অক্সিজেন প্ল‍্যান্ট, কোভিড ভ‍্যাকসিনের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ সহ একাধিক ঘোষণা করেছেন তিনি সংশোধিত বাজেটে।
কেরলের অর্থমন্ত্রী কে এন ‌বালাগোপাল
কেরলের অর্থমন্ত্রী কে এন ‌বালাগোপালছবি সৌজন্য দেশাভিমানী
Published on

ক্ষমতা হাতে নিয়েই রাজ‍্যের কোভিড পরিস্থিতি মোকাবিলায় একাধিক বরাদ্দের কথা ঘোষণা করলেন কেরলের অর্থমন্ত্রী কে এন ‌বালাগোপাল। ২০,০০০ কোটি টাকার কোভিড প‍্যাকেজ, ১৫০ মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন তরল মেডিক্যাল অক্সিজেন প্ল‍্যান্ট, কোভিড ভ‍্যাকসিনের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ সহ একাধিক ঘোষণা করেছেন তিনি সংশোধিত বাজেটে। এই বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারের জন্যও কয়েক হাজার কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন তিনি।

শুক্রবার বিধানসভায় সংশোধিত বাজেট পেশ করেছিলেন রাজ‍্যের নতুন অর্থমন্ত্রী কেএন বালাগোপাল। ভাষণের শুরুতেই গত চার দশকের রেকর্ড ভেঙে পুনরায় এলডিএফ সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনা কেরলের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

দেশের বিভিন্ন জায়গায় চলা বিধায়ক কেনাবেচার রাজনীতিকে কটাক্ষ করে তিনি বলেন, "বিধায়ক কেনা, পর্যটন স্থানে নিয়ে গিয়ে হোটেলে রাখা - কেরলে এই সংস্কৃতি প্রবেশ করতে দিইনি আমরা। বিরোধী এবং মিডিয়াকে নীরব না করেই আমরা পুনরায় সরকার‌ গড়েছি। এরপরই তিনি ২০ হাজার কোটি টাকার কোভিড প‍্যাকেজের কথা ঘোষণা করেন। এর মধ্যে -

স্বাস্থ্য পরিষেবার জন্য বরাদ্দ করা হয়েছে ২,৮০০ কোটি টাকা।

ইনকাম ট্রান্সফারের জন্য বরাদ্দ হয়েছে ৮,৯০০ কোটি টাকা ।

৮,৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য।

হেলথ কেয়ারে বরাদ্দ টাকার একটি অংশ কোভিড, ইবোলা জাতীয় ভাইরাসঘটিত রোগের চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ড নির্মাণ, বিভিন্ন জেলার একাধিক হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউ স্থাপনে ব‍্যয় করা হবে।

অর্থমন্ত্রী বলেন, "গুরুতর অসুস্থ কোভিড রোগীদের ক্ষেত্রে অক্সিজেন অত‍্যন্ত জরুরি হয়ে পড়ছে এখন। এর জন্য ১৫০ মেট্রিক টন তরল মেডিক‍্যাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হবে। জরুরি পরিবহনের জন্য ১ হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ট‍্যাঙ্কার সহ একটি অক্সিজেন ট‍্যাঙ্কের ব‍্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে ২৫ লাখ বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। ১৪ সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পের টেন্ডার প্রসেস শুরু হয়ে যাবে বলে আশা করছি আমি।"

সংশোধিত বাজেটে নতুন কোনো করের কথা ঘোষণা করেননি মন্ত্রী। তাঁর কথায়, একটি বিশাল জনগোষ্ঠী মহামারীর কারণে চাকরি হারিয়েছেন। ১৪.৩ লাখেরও বেশি অনাবাসিক কেরালাবাসী রাজ‍্যে ফিরে এসেছেন এবং এঁদের অনেকেই চাকরি হারিয়েছেন। স্বল্প সুদে তাঁদের ঋণ পাইয়ে দেওয়ার জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন শিল্পকে উন্নত করার জন্য আরো ৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন মন্ত্রী।

অর্থমন্ত্রীর এই কোভিড প‍্যাকেজকে স্বাগত জানিয়েছেন বিরোধী নেতা ভিডি সাথীসান।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in