Kerala Poll 21: কেরালায় ক্ষমতায় এলে পেট্রোল ডিজেলের দাম ৬০ টাকা লিটার হবে - দাবি বিজেপি নেতার

কেরালার বিজেপি নেতা কুম্মানাম রাজশেখরণ
কেরালার বিজেপি নেতা কুম্মানাম রাজশেখরণছবি সৌজন্য বিজেপি কেরলম ট্যুইটার হ্যান্ডেল
Published on

কেরালাতে বিজেপি ক্ষমতায় এলে পেট্রোল-ডিজেলের দাম ৬০ টাকা প্রতি লিটার হবে। এমনি দাবি করলেন কেরালার বিজেপি নেতা কুম্মানাম রাজশেখরণ। তাঁর আরও দাবি বিজেপি ক্ষমতায় এলে পেট্রোপণ্যকে জিএসটির অন্তর্ভুক্ত করা হবে কেরালায়।

কোচিতে এক সাংবাদিক সম্মেলনে রাজশেখরণ বলেন- “জ্বালানির দাম বৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারের অনেক ফ্যাক্টর কাজ করে। বিজেপি কেরালায় ক্ষমতায় এলে জ্বালানিকে জিএসটির আওতায় আনা হবে।” কেরালার অর্থমন্ত্রী থমাস আইজ্যাকের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তুলেছেন - কেন রাজ্য পেট্রোল ডিজেলকে এতদিন জিএসটির আওতায় আনেনি!

সামনেই কেরালার বিধানসভা নির্বাচন। লড়াই মূলত সিপিআইএম পরিচালিত এলডিএফ জোটের সঙ্গে কংগ্রেস পরিচালিত ইউডিএফ জোটের। সেখানে বিজেপির সম্ভাবনা প্রায় নেই বলেই ধারণা রাজনৈতিক মহলের। তবুও নির্বাচনে কোনোপক্ষই জমি ছাড়তে নারাজ। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে এলডিএফ জোটের বিপুল জয় হলেও কেরালায় পাঁচ বছর অন্তর সরকার বদলে যাওয়াটা একপ্রকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যদিও সমীক্ষাতে এগিয়ে সিপিআইএম পরিচালিত এলডিএফ জোট।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা পেরিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থানের বেশ কিছু জায়গায় অতিরিক্ত ভ্যাটের কারণে জ্বালানির দাম আকাশছোঁয়া। মূলত লকডাউনের সময় আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত তেলের দাম যখন রেকর্ড কমেছে, তখন কেন্দ্র অতিরিক্ত কর চাপিয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in