NCERT সিলেবাস থেকে বাদ যাওয়া অংশ পড়ুয়াদের পড়াবে বাম শাসিত কেরালা, চলছে জোর প্রস্তুতি

কেরালার শিক্ষামন্ত্রী জানান, ‘কেরালা এই পরিবর্তন মানবে না। কেরলের স্কুল সিলেবাসে রাজ্য সরকার আবার বাদ দেওয়া অংশগুলি জুড়ে দেবে। প্রয়োজনে বিকল্প বই আনবার বিষয়ে ভাবনাচিন্তা করছে কেরালা সরকার।’
NCERT সিলেবাস থেকে বাদ যাওয়া অংশ পড়ুয়াদের পড়াবে বাম শাসিত কেরালা, চলছে জোর প্রস্তুতি
গ্রাফিক্স - আকাশ নেয়ে

মুঘল সাম্রাজ্য, মহাত্মা গান্ধীর হত্যা থেকে নাথুরাম গডসে-র পরিচয়, RSS-কে নিষিদ্ধ ঘোষণা-সহ একাধিক বিষয়বস্তু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)। তবে, এই বাদ যাওয়া অংশগুলিকে রাজ্যের স্কুলের পড়ুয়াদের পড়ানোর পরিকল্পনা করছে বাম শাসিত কেরালা সরকার।

গত মঙ্গলবার, একটি মিটিংয়ের আয়োজন করে কেরালার ‘স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ (SCERT)-এর’কারিকুলাম স্টিয়ারিং কমিটি। সেখানেই NCERT-তে বাদ যাওয়া অংশ পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, এ নিয়ে সরকার ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সাথে পরামর্শ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টির উপর ছেড়েছে SCERT-র ‘কারিকুলাম স্টিয়ারিং কমিটি’।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল, NCERT-র পাঠ্যপুস্তকে বদল নিয়ে মুখ খোলে কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি। তিনি জানান, ‘কেরালা এই পরিবর্তন মানবে না… । কেরলের স্কুল সিলেবাসে রাজ্য সরকার আবার বাদ দেওয়া অংশগুলি জুড়ে দেবে। প্রয়োজনে বিকল্প বই আনবার বিষয়ে ভাবনাচিন্তা করছে কেরালা সরকার।’

সম্প্রতি, সিলেবাস যৌক্তিককরণের নামে দ্বাদশ (১২) শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বই থেকে গান্ধী-হত্যা সম্পর্কিত বেশ কিছু তথ্য বাদ দিয়েছে NCERT। যার মধ্যে ছিল গান্ধীজীর হিন্দু-মুসলিম সম্প্রীতির প্রয়াস, সেজন্য হিন্দুত্ববাদীদের কাছে তাঁর চক্ষুশূল হয়ে ওঠা, গান্ধী-ঘাতক নাথুরাম গডসের পরিচয় হিসাবে ‘পুনের ব্রাহ্মণ পরিবারের সন্তান’ ও ‘চরমপন্থী হিন্দু পত্রিকার সম্পাদক’, ১৯৪৮ সালে গান্ধী-হত্যার পরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা RSS-কে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করা’র কথা।

এছাড়া, দ্বাদশ শ্রেণির ইতিহাসের বই থেকে মুঘল সাম্রাজ্যের অধ্যায় বাদ দিয়েছে NCERT। পাশাপাশি, দ্বাদশ শ্রেণির ‘নাগরিক বিজ্ঞানে’র (Civics book) বই থেকে 'জনপ্রিয় আন্দোলনের উত্থান’, ‘এক দলীয় ব্যবস্থার আধিপত্যকাল’ এবং 'স্বাধীনতা পরবর্তীকালে ভারতীয় রাজনীতি’ অধ্যায়গুলিও বাদ দেওয়া হয়েছে।

এছাড়া, একাদশ শ্রেণির সমাজবিদ্যার বই থেকে গুজরাট দাঙ্গার কথাও বাদ দিয়েছে NCERT।

এদিকে, NCERT-কে কটাক্ষ করে রাজ্যের শিক্ষা মন্ত্রী জানান, 'গান্ধীজিকে হত্যা করা হয়েছিল...কিন্তু তাদের পাঠ্যপুস্তকে উল্লেখ করা হয়েছে যে - গান্ধী মারা গেছেন...যেমন (তারা বলছেন) তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।'

সাংবাদিক বৈঠকে শিক্ষা মন্ত্রী ভি শিবানকুট্টি বলেন, ‘মুঘল ইতিহাস, গান্ধী হত্যা, গুজরাট দাঙ্গার মতো বিষয়গুলি শেখানোর অনুমতি কেন্দ্র না দিলে, রাজ্য সরকার স্বাধীনভাবে পাঠ্যপুস্তক ছাপবে। শিক্ষক ইউনিয়নগুলিও বিশ্বাস করে যে বাদ পড়া অংশগুলি পড়ানো দরকার।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in