

কেরালায় কংগ্রেস থেকে পদত্যাগ করলেন দলের বিশিষ্ট নেতা পি সি চাকো। তাঁর পদত্যাগপত্র তিনি সোনিয়া গান্ধীকে পাঠিয়ে দিচ্ছেন বলেও জানিয়েছেন। 'কেরালায় কংগ্রেসে কোনো গণতন্ত্র নেই' এই অভিযোগ তুলে এদিন তিনি পদত্যাগ করেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে পি সি চাকোর পদত্যাগ কেরালা কংগ্রেসের কাছে বড়ো ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সূত্র অনুসারে, রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের জেরেই তিনি পদত্যাগ করেছেন। এক্ষেত্রে তাঁর অভিযোগ, দলের প্রার্থী তালিকা তৈরির সময় কারোর সাথে কোনো আলোচনা করা হয়নি। সবকিছুই ঠিক করেছেন ওমান চান্ডি ও রমেশ চেন্নিথালা।
পদত্যাগ করার আগে লোকসভার প্রাক্তন কংগ্রেস সাংসদ চাকো জানান, কেরালায় যেভাবে কংগ্রেস চলছে তাতে আমি অখুশি। ফলে দিন দিন কেরালায় কংগ্রেস দুর্বল হচ্ছে। আমি আশা করবো আমার ইস্তফা দলের চোখ খুলে দেবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন