

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি লিখে ভারতীয় মুদ্রায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)।
শুক্রবার, এই টুইট বার্তায় কেজরিওয়াল জনান, 'আমি প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছি। ১৩০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে অনুরোধ করেছি যে, মহাত্মা গান্ধীর সাথে লক্ষ্মী-গণেশজির ছবিও ভারতীয় মুদ্রায় রাখতে হবে।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানে চিঠিতে কেজরিয়াল লিখেছেন, 'দেশের ১৩০ কোটি মানুষ চায়, ভারতীয় মুদ্রার একদিকে গান্ধীজির আর অন্যদিকে গণেশ-লক্ষ্মীর ছবি থাকুক।'
চিঠিতে বলা হয়েছে, দেশের অর্থনীতি খুব সংকটময় পর্যায়ে যাচ্ছে। 'স্বাধীনতার ৭৫ বছর পরেও, ভারতকে উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলির মধ্যে গণনা করা হয়। আমাদের দেশে আজও অনেক দরিদ্র মানুষ রয়েছে। কেন?' চিঠিতে সেই প্রশ্নও তুলেছেন কেজরিওয়াল।
সঙ্গে চিঠিতে লেখা খয়েছে, 'একদিকে, সকল দেশবাসীকে কঠোর পরিশ্রম করতে হবে, অন্যদিকে আমাদের প্রচেষ্টা ফলপ্রসূ হওয়ার জন্য ঈশ্বরের আশীর্বাদও প্রয়োজন। সঠিক নীতি, কঠোর পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।'
গুজরাট নির্বাচনের আগে চিঠিতে কেজরিওয়াল জানান, 'আমি গতকাল একটি প্রেস কনফারেন্সে প্রকাশ্যে এই দাবি করেছি।" এরপর, এ বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন পাওয়া গেছে। এ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। সবাই চায় এটি অবিলম্বে বাস্তবায়ন হোক।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন