ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর, রেল মানচিত্রে জুড়ছে ভূস্বর্গ! শীঘ্রই বিশেষ ট্রেন উদ্বোধন করবেন মোদী

People's Reporter: প্রথমে ঠিক ছিল দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত রেল পরিষেবা চালু হবে। কিন্তু গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে রাজধানী থেকে রেল পরিষেবা চালুতে ছাড়পত্র দেওয়া হয়নি।
কাশ্মীরের বিশেষ ট্রেন
কাশ্মীরের বিশেষ ট্রেনছবি - সংগৃহীত
Published on

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কাশ্মীরের সঙ্গে জুড়তে চলেছে গোটা দেশ। উদ্বোধন হতে চলেছে কাশ্মীর উপত্যাকার প্রথম ট্রেন পরিষেবা। জম্মু ভিত্তিক এক দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, সব ঠিক থাকলে আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এই রেলপথের।

প্রতিবেদন অনুযায়ী, বিশেষ বন্দে ভারত এক্সপ্রেসটি কাটরা থেকে শ্রী বৈষ্ণো দেবী হয়ে শ্রীনগর পর্যন্ত চলবে। বর্তমানে, জম্মু ও কাশ্মীরের ট্রেন পরিষেবাগুলি রামবান এবং বারামুল্লার সাঙ্গলদানের মধ্যে ১৮৩ কিলোমিটার জুড়ে চলে। ভারতের অন্যান্য অঞ্চল থেকে ট্রেন শুধুমাত্র কাটরা পর্যন্ত যায়।

জানা যাচ্ছে, শ্রীনগরের ট্রেনের উদ্বোধনের আগে বিশ্বের উচ্চতম রেল ও আর্চ সেতু চেনাব ব্রিজ পরিদর্শন করবেন মোদী। যেটি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা স্টেশন গুলিকে সংযোগ করে। ব্রিজ পরিদর্শনের পর প্রধানমন্ত্রী পতাকা উড়িয়ে ট্রেনটি উদ্বোধন করবেন। এরপর কাটরায় একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে মোদীর। এদিন তাঁর সাথে উপস্থিত থাকার কথা রয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার।

উল্লেখ্য, এই রেল সংযোগ কাশ্মীরের রাজনৈতিক ও অর্থনৈতিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি পর্যটন শিল্পকে উৎসাহিত করবে। স্থানীয় বাসিন্দাদের জন্য তৈরি করবে নয়া কর্মসংস্থান। বিশেষজ্ঞদের মতে, এই রেল সংযোগের মাধ্যমে কাশ্মীরের সঙ্গে দেশের অন্যান্য অংশের সম্পর্ক আরও মজবুত হবে।

প্রথমে ঠিক ছিল দিল্লি থেকেই শ্রীনগর পর্যন্ত রেল পরিষেবা চালু হবে। কিন্তু গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে রাজধানী থেকে রেল পরিষেবা চালুতে ছাড়পত্র দেওয়া হয়নি। তাই আপাতত কাটরা-শ্রীনগর পরিষেবা চালু হচ্ছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in