Karnataka: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য দায়ী তালিবান - দাবি বিজেপি বিধায়কের

বেল্লাড় বলেন, ‘আফগানিস্তানে তালিবান সমস্যার কারণে অপরিশোধিত তেলের জোগানে সমস্যা দেখা দিয়েছে। এই কারণেই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ছে।’
অরবিন্দ বেল্লাড়
অরবিন্দ বেল্লাড়ফাইল ছবি - সংগৃহীত
Published on

পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য দায়ী আফগানিস্তান, তালিবান। তালিবদের অভ্যুত্থানই এর জন্য দায়ী। এমনই দাবি করলেন কর্ণাটকের এক বিজেপি বিধায়ক। তাঁর দাবি, ভোটাররা সবই বোঝেন। প্রসঙ্গত, এর আগেও ভারতীয় রাজনীতিতে বারবার তালিবান এবং আফগান প্রসঙ্গ উঠে এসেছে। বিজেপির নেতাকর্মীরাই বিভিন্ন সময়ে এই প্রসঙ্গ তুলেছেন।

কর্নাটকের হুবলি-ধলওয়াড় পশ্চিম কেন্দ্রের বিধায়ক অরবিন্দ বেল্লাড় বলেন, ‘আফগানিস্তানে তালিবান সমস্যার কারণে অপরিশোধিত তেলের জোগানে সমস্যা দেখা দিয়েছে। এই কারণেই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ছে।’

দেশে জ্বালানি তেলের দাম অনেক আগেই সেঞ্চুরি পার করেছে। রান্নার গ্যাসের দামও চার অঙ্ক ছুঁইছুঁই। সর্ষের তেল ২০০ টাকা। মূল্যবৃদ্ধির জেরে ক্ষুব্ধ আমজনতা। বিরোধীরাও সুর চড়াচ্ছে সর্বত্রই। প্রবল সমালোচনার মুখে কেন্দ্রের বিজেপি সরকার।

এর আগে এক বিজেপি নেতা এক সাংবাদিককে আফগানিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ তাঁকে ওই সাংবাদিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করেছিলেন। বিজেপি নেতা বলেন, ‘আফগানিস্তানে তালিবানের কাছে চলে যান। ওখানে পেট্রোল-ডিজেল ৫০ টাকা প্রতি লিটার।’

আর এক পদ্ম শিবিরের নেতার বক্তব্য, তবে তেলের দাম বেড়ে যাই হোক না কেন, ভারতের অবস্থা যে আফগানিস্তানের মতো নয়, তা নিয়েই খুশি হওয়া উচিত।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in