

কর্ণাটকের মহীশূর জেলার এক গুরুকুলের ম্যানেজারকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি গুরুকুলের ১৮ জন ছাত্রী ওই ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করার পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার কর্ণাটক পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ সূত্র অনুসারে গুরুকুলের ওই ম্যানেজারের নাম গিরিশ (৪০)। মাইসুরুর হেব্বালের কাছে ইনফোসিস প্রাঙ্গণে অবস্থিত এই গুরুকুলে সারা রাজ্যের ছাত্রীরা পড়াশোনা করে।
কর্ণাটকের অনেক শহরে গুরুকুলের শাখা আছে। গুরুকুলে ১৮ বছরের কম বয়সী এবং দরিদ্র পটভূমি থেকে আসা নাবালিকা শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা, বাসস্থান এবং খাবার সরবরাহ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সম্প্রতি গুরুকুলে এক সঙ্গীত শিক্ষক নিয়োগের পর এই যৌন হয়রানির ঘটনা প্রকাশ্যে আসে। সঙ্গীত শিক্ষক ছাত্রীদের প্রতি ম্যানেজারের দুর্ব্যবহার লক্ষ্য করেন এবং প্রমাণ সহ শিশু কল্যাণ কমিটিকে রিপোর্ট করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটির সদস্যরা গুরুকুল পরিদর্শনে আসেন এবং নির্যাতিতা ছাত্রীদের বক্তব্য রেকর্ড করেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে সত্য। নির্যাতিতা ছাত্রীদের আপাতত অবজারভেশন হোম এবং বাপুজি চিলড্রেনস হোমে স্থানান্তরিত করা হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন