ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মন্ত্রকে হস্তক্ষেপের অভিযোগ - রাজ্যপালকে চিঠি ক্ষুব্ধ মন্ত্রীর

কেএস এশ্বারাপ্পা এবং ইয়েদুরাপ্পা
কেএস এশ্বারাপ্পা এবং ইয়েদুরাপ্পাফাইল ছবি

কর্নাটক বিজেপির অন্তর্দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এসে পড়ল। বুধবার বিএস ইয়েদুরাপ্পার মন্ত্রিসভার এক মন্ত্রী রাজ্যপালকে চিঠি লিখে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর মন্ত্রকে হস্তক্ষেপের অভিযোগ করেছেন।

গ্রামোন্নয়ন মন্ত্রী কেএস এশ্বারাপ্পা রাজ্যপাল ভাজুভাই ভালাকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, ইয়েদুরাপ্পা বেশ কিছু আইন লঙ্ঘন করে দপ্তরের অনুমোদনপ্রাপ্ত বরাদ্দের ব্যাপারে হস্তক্ষেপ করেছেন। এর মাধ্যমে ১৯৭৭ সালের ট্রানসাকশান অফ বিজনেস আইন লঙ্ঘন করা হয়েছে, যা রাজ্য প্রশাসনেরও নিয়ম বিরুদ্ধে বলে অভিযোগ করেছেন তিনি। এই একই চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছেও পাঠিয়েছেন তিনি।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, বেঙ্গালুরু আরবান জেলা পঞ্চায়েতের সভাপতি ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ আত্মীয়। মুখ্যমন্ত্রী বেশ কিছু জেলা পঞ্চায়েতের নিয়ম লঙ্ঘন করেছেন যা পঞ্চায়েত রাজ আইন বিরুদ্ধ। এরকমভাবে চলতে থাকলে, তাহলে দপ্তরের দায়িত্বে থাকা অবস্থায় তাঁর অবস্থান কোথায় থাকবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

গত ৪ মার্চ এশ্বারাপ্পা অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্ত থাকা অবস্থাতেই তাঁকে কোনওকিছু না জানিয়েই ৪৬০ কোটি টাকা অনুমোদন করেছেন ইয়েদুরাপ্পা।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ইতিমধ্যেই অডিও টেপ বিতর্কে আদালতের তোপের মুখে পড়েছেন। বুধবারই হাইকোর্ট তাঁর বিরুদ্ধে মামলা চালানোর নির্দেশ দিয়েছে। এরই মধ্যে তাঁর মন্ত্রিসভার মন্ত্রীই তাঁর বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ হওয়ায় আরও চাপে পড়েছেন তিনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in